ইসরাইলি বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালালো ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i148144-ইসরাইলি_বিমানঘাঁটিতে_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্র_দিয়ে_সফল_হামলা_চালালো_ইয়েমেন
ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে, ইহুদিবাদী ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটিতে "ফিলিস্তিন-২" নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালানো হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ১৯, ২০২৫ ১৪:৪০ Asia/Dhaka
  • ইসরাইলি বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালালো ইয়েমেন

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে, ইহুদিবাদী ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটিতে "ফিলিস্তিন-২" নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালানো হয়েছে।

গতকাল (মঙ্গলবার) ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় "ইহুদিবাদী শত্রুদের অপরাধমূলক গণহত্যার" জবাবে এই অভিযান চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, অভিযানের মধ্যদিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে।

এর আগের দিন, ইসরাইলের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরাইলের দখলদার সরকার দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

ইয়েমেনি বিবৃতিতে সতর্ক করা হয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে ইসরাইলের অভ্যন্তরে হামলার লক্ষ্যবস্তুর তালিকা বাড়বে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আরব এ জাতি চুপ করে থাকবে না।#

পার্সটুডে/এসআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।