গাজায় নতুন ইসরাইলি হামলার নিন্দা জানাল বাংলাদেশ
(last modified Wed, 19 Mar 2025 12:42:30 GMT )
মার্চ ১৯, ২০২৫ ১৮:৪২ Asia/Dhaka
  • নিহত শিশুকে নিয়ে আর্তনাদ করছে গাজার এক বাবা
    নিহত শিশুকে নিয়ে আর্তনাদ করছে গাজার এক বাবা

যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নতুন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

আজ (বুধবার) এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়ে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা পুনরায় শুরুর বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ। যে হামলার কারণে নারী-শিশুসহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং ইতোমধ্যে মানবতের অবস্থার মধ্যে থাকা ওই অঞ্চলকে আরও বাজে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়,"নতুন এই হামলার চক্র আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির সাংঘাতিক অবহেলা।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা ভেস্তে দিয়ে মঙ্গলবার ভোরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী, যাতে চার শতাধিক মানুষের প্রাণ যায়। এরপর গতরাতভর এবং আজ সকালেও হামলা চালানো হয়েছে।

ইসরাইলের দাবি, তাদের এ হামলার লক্ষ্য ছিল হামাস, যদিও নিহতদের বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ।

নতুন করে হামলার শুরুর নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে বাংলাদেশ সরকার বলেছে, ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় দখলদার ইসরাইলি বাহিনীর নির্বিচার বোমা হামলার স্পষ্ট নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। ওই হামলা মানবেতর পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে এবং প্রতিরক্ষাহীন ফিলিস্তিনের জন্য ভয়াবহ পরিণতি নিয়ে হাজির হয়েছে।

সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে সর্বোচ্চ সংযমের চর্চা এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে ইসরাইলের হামলা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে উদ্যোগী ভূমিকাও বাংলাদেশ চেয়েছে।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।