গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব দিল হামাস
https://parstoday.ir/bn/news/event-i150648-গাজায়_৬০_দিনের_যুদ্ধবিরতির_প্রস্তাবে_আনুষ্ঠানিক_জবাব_দিল_হামাস
ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিশ্চিত করেছে যে, তারা গাজার সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ২৪, ২০২৫ ১৯:৩১ Asia/Dhaka
  • কয়েকজন হামাস যোদ্ধা
    কয়েকজন হামাস যোদ্ধা

ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিশ্চিত করেছে যে, তারা গাজার সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে।

আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে হামাস জানায়,  কাতারে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা পরোক্ষ আলোচনার পর ইসরাইলের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তারা ইতোমধ্যে জানিয়ে দিয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে হামাস বলেছে, "মধ্যস্থতাকারীদের কাছে হামাস ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব হস্তান্তর করা হয়েছে।"  

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রদান, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ইসরায়েলের সামরিক আগ্রাসন স্থায়ীভাবে বন্ধের নিশ্চয়তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে হামাস সংশোধনী প্রস্তাব করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর নিশ্চিত করেছে যে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের জবাব তারা পেয়েছে এবং বর্তমানে তা পর্যালোচনা করা হচ্ছে।

কাতারে চলমান পরোক্ষ আলোচনা সত্ত্বেও এখনো কোনো চুক্তি হয়নি। তেল আবিব হামাসের উপর আলোচনা বিলম্বিত করার অভিযোগ আনার সময় ফিলিস্তিনিপক্ষ জোর দিয়ে বলেছে, টেকসই যুদ্ধবিরতির মূল শর্ত প্রত্যাখ্যান করে ইসরায়েলই আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করছে।

প্রস্তাবিত যুদ্ধবিরতিতে গাজায় আটকাপড়া ইসরায়েলি বন্দিদের বিনিময়ের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর আটককৃত ২৫১ জনের মধ্যে এখনো ৪৯ জন গাজায় আটক রয়েছেন, যাদের মধ্যে ২৭ জন ইতোমধ্যেই নিহত হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী ধারণা করছে।

দখলদার সরকার হামাসের সামরিক ও প্রশাসনিক অবকাঠামো ভেঙে দেওয়ার দাবি করলেও হামাস স্থায়ী যুদ্ধবিরতি, ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহার এবং জরুরি মানবিক সহায়তার অবাধ প্রবাহের নিশ্চয়তা চেয়েছে। ইসরাইলি শাসনগোষ্ঠী দাবি করেছে যে, তারা কাতার এবং যুক্তরাষ্ট্রের হালনাগাদকৃত প্রস্তাব উভয়ই মেনে নিয়েছে।

ইসরায়েলি মন্ত্রিপরিষদের মুখপাত্র ডেভিড মেনসার বলেন, “ইসরায়েল কাতার ও (মার্কিন দূত স্টিভ) উইটকফের সংশোধিত প্রস্তাব মেনে নিয়েছে। কিন্তু হামাস তাতে রাজি হচ্ছে না।” হামাস এ দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং অচলাবস্থার জন্য পুরোপুরি ইসরায়েলকে দায়ী করেছে।#

পার্সটুডে/এমএআর/২৪