গাজা শহরে আগ্রাসন চালানো হলে ইসরায়েলি সেনারা নিহত বা বন্দি হবে: হামাস
-
আবু উবায়দা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, "ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা শহরে আগ্রাসন চালায়, তবে তাদের সেনারা প্রাণ হারাবে বা বন্দি হবে।" এই হুঁশিয়ারির ঘোষণার কয়েক ঘণ্টা পরে এক অভিযানে ইসরাইলের এক সৈন্য নিহত ও চারজন নিখোঁজ হয়েছেন।
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেন, "গাজা শহরকে দখল করার পরিকল্পনা শত্রু বাহিনীর সেনাদের রক্তে ভাসিয়ে দেবে এবং নতুন সেনাদের বন্দি করার সুযোগ বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ।"
তিনি বলেন, "যুদ্ধাপরাধী নেতানিয়াহু এবং তার নাৎসি মন্ত্রীরা সিদ্ধান্ত নিয়েছে যে, শত্রু সেনাদের বেঁচে থাকা বন্দিদের সংখ্যা অর্ধেকে নামিয়ে এনে তাদের নিহত বন্দিদের মৃতদেহ চিরকালের মতো লুকিয়ে রাখবে।"
মুখপাত্র আরও বলেন, গাজার যেসব এলাকায় ইসরায়েলি বাহিনী এবং আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধাদের মধ্যে সংঘাত হচ্ছে- সেসব এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের পাশপাশি ইসরায়েলি বন্দিরাও আছে। যদি এই সংঘাতে কোনো ইসরায়েলি বন্দি নিহত হয়, তাহলে তার নাম-পরিচয়, ছবি আমরা প্রকাশ করব এবং হত্যার দায় ইসরায়েলি সেনাবাহিনী এবং তার 'সন্ত্রাসী' মন্ত্রিসভার ওপর বর্তাবে।"
তিনি আরও বলেন, "হামাস যোদ্ধারা 'উচ্চ সতর্কতা, প্রস্তুতি এবং মনোবল' বজায় রেখেছে এবং ইসরায়েলি স্থল আক্রমণ প্রতিহতের জন্য প্রস্তুত।"
এর আগে, ইসরায়েল গাজা শহরে অভিযানের পরিকল্পনা অনুমোদন করে, যা অঞ্চলটির বিরুদ্ধে তাদের গণহত্যামূলক যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে।
শুক্রবার, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা শহর দখলের 'প্রাথমিক পর্যায়' শুরু করেছে এবং শহরটিকে 'যুদ্ধ এলাকা' ঘোষণা করেছে।
তবে, আবু উবায়দার হুঁশিয়ারির কিছু সময় পর, ইসরায়েলি গণমাধ্যমে খবর আসে যে, গাজা শহর জাইতুন মহল্লায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলি সেনাদের মধ্যে লড়াই শুরু হয়েছে, যার ফলে অন্তত একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
খবর আরও বলা হয়েছে, হামাসের হামলায় ৯ জন সেনা আহত হয়েছে এবং আরও ৪ জন বন্দি হওয়ার আশঙ্কা রয়েছে।
৭ অক্টোবর ২০২৩ থেকে, যখন ইসরায়েলি শাসন গাজায় গণহত্যা চালানো শুরু করে, তখন পর্যন্ত অন্তত ৬৩,০২৫ ফিলিস্তিনি শহীদ এবং ১,৫৯,৪৯০ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNRWA) সতর্ক করেছে যে, গাজা শহরে ইসরায়েলি হামলার ফলে এক মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হতে পারে।#
পার্সটুডে/এমএআর/৩০