তারেক, বাবরের খালাসের রায় সুপ্রিম কোর্টে বহাল
https://parstoday.ir/bn/news/event-i151678-তারেক_বাবরের_খালাসের_রায়_সুপ্রিম_কোর্টে_বহাল
বাংলাদেশে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৪৯ জনকে খালাস দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
(last modified 2025-09-04T10:48:40+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৫ ১৬:৪৫ Asia/Dhaka
  • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

বাংলাদেশে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৪৯ জনকে খালাস দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ (বৃহস্পতিবার) আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ জানিয়ে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে দেন।

রায় ঘোষণার সময় এক পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানান, তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি একই দিনে রেকর্ড করা হয়েছিল, যা খুবই অস্বাভাবিক। দেশের সর্বোচ্চ আদালত আরও নির্দেশ দেন, মামলার সঙ্গে জড়িত যারা এখনো কারাগারে আটক আছেন তাদের মুক্তি দিতে। পাশাপাশি হাইকোর্টের সেই পর্যবেক্ষণও সরিয়ে ফেলার নির্দেশ দেন, যেখানে বলা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে মামলাগুলোর পুনঃতদন্ত করতে পারে।

এর আগে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট তারেক ও বাবরসহ এই মামলার ৪৯ আসামিকে খালাস দেন। ওই রায়ে ২০০৪ সালে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় ট্রায়াল কোর্টের দেওয়া দণ্ডাদেশ বাতিল করা হয়েছিল।

ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্তদের করা আপিল শুনানি শেষে এই খালাসের রায় দেন আদালত। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আপিল করে।#

পার্সটুডে/জিএআর/৪