সংহতি প্রকাশ করতে কাতার সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i151894-সংহতি_প্রকাশ_করতে_কাতার_সফরে_গেলেন_পাকিস্তানের_প্রধানমন্ত্রী
ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে কাতারের প্রতি সমর্থন প্রকাশ করতে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একদিনের সফরে দোহায় গিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
(last modified 2025-09-11T14:33:44+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১৯:৪৫ Asia/Dhaka
  • কাতার সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
    কাতার সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে কাতারের প্রতি সমর্থন প্রকাশ করতে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একদিনের সফরে দোহায় গিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং বিশেষ সহকারী তারিক ফাতেমি। সফরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করার কথা। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী অবৈধ ইসরাইলি আক্রমণের বিরুদ্ধে সমর্থন প্রকাশ করা।

পাকিস্তান ও কাতারের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বমূলক সম্পর্ক এবং বিশ্বাসভিত্তিক বন্ধুত্বের কথা স্মরণ করানো হবে। আলোচনায় ইসরাইলের বিভিন্ন দেশের ওপর অব্যাহত আক্রমণ ও অঞ্চলে শান্তি স্থাপনের প্রচেষ্টা সম্পর্কেও পরামর্শ করা হবে। পাকিস্তানসহ অনেক দেশ ইসরাইলের আক্রমণের দৃঢ়ভাবে নিন্দা করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ এটিকে সম্পূর্ণ অযৌক্তিক এবং কাতারের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও একে নিন্দনীয় ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, ইসরাইলের এই আক্রমণ গাজার বন্দিদের মুক্তির আশা ধ্বংস করেছে।#

পার্সটুডে/এমআরএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।