মার্কিন অস্ত্র কেনা বন্ধ করেছে কলম্বিয়া
https://parstoday.ir/bn/news/event-i152064-মার্কিন_অস্ত্র_কেনা_বন্ধ_করেছে_কলম্বিয়া
পার্সটুডে- বোগোটার মাদকবিরোধী প্রচেষ্টাকে ওয়াশিংটন স্বীকৃতি না দেয়ায় কলম্বিয়া ঘোষণা করেছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বন্ধ করবে।
(last modified 2025-09-17T09:05:23+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১৪:৫৩ Asia/Dhaka
  • কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তি
    কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তি

পার্সটুডে- বোগোটার মাদকবিরোধী প্রচেষ্টাকে ওয়াশিংটন স্বীকৃতি না দেয়ায় কলম্বিয়া ঘোষণা করেছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বন্ধ করবে।

"এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনা হবে না," মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তি স্থানীয় গণমাধ্যমকে এ কথা বলেন। এদিকে, রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো জোর দিয়ে বলেছেন যে তার দেশ বহিরাগত বিদেশী সাহায্য বা "হ্যান্ডআউট" এর ওপর নির্ভরতা শেষ করবে।

এই পদক্ষেপ এমন সময় এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বামপন্থী কলম্বিয়ার রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কোকেন উৎপাদন রোধে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন। এই অভিযোগের একদিন পরই এই পদক্ষেপ নেয়া হল।  ট্রাম্প অভিযোগ করেছেন যে কলম্বিয়ায় কোকেন উৎপাদন "সর্বকালের রেকর্ড" ছাড়িয়ে গেছে এবং তিনি এ বিষয়টি তদারকি করছেন।

ট্রাম্প আরও বলেছেন যে ফলস্বরূপ, তিনি "কলম্বিয়াকে মাদক নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা পূরণে স্পষ্টতই ব্যর্থ বলে বিবেচনা করবেন।" #

পার্স টুডে/এমএএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।