বিশ্ব সমাজের নিস্ক্রিয়তার সুযোগে গাজায় ইসরায়েলি গণহত্যা জোরদার
https://parstoday.ir/bn/news/event-i152178-বিশ্ব_সমাজের_নিস্ক্রিয়তার_সুযোগে_গাজায়_ইসরায়েলি_গণহত্যা_জোরদার
পার্সটুডে: প্রায় দুই বছর ধরে চলা গণহত্যার যুদ্ধের তীব্রতার মধ্যে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
(last modified 2025-09-21T09:11:47+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১৫:০২ Asia/Dhaka
  • আশশিফা হাসপাতালের পাশে ইসরায়েলি হামলায় শহীদ দুই ফিলিস্তিনির লাশ
    আশশিফা হাসপাতালের পাশে ইসরায়েলি হামলায় শহীদ দুই ফিলিস্তিনির লাশ

পার্সটুডে: প্রায় দুই বছর ধরে চলা গণহত্যার যুদ্ধের তীব্রতার মধ্যে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

চিকিৎসাবিদরা জানিয়েছেন যে শনিবারের হামলায় গাজা সিটিতে ৭৬ জন নিহত হয়েছেন, যা অবরুদ্ধ অঞ্চলের বৃহত্তম শহর দখলের লক্ষ্যে ইসরায়েলের তীব্র আক্রমণের অংশ।

আবাসিক বাড়ি, আশ্রয়কেন্দ্রে পরিণত স্কুলগুলোকে টার্গেট করা হয়েছে, বাস্তুচ্যুতদের আবাসস্থলের তাঁবু এবং গাজা শহর থেকে পালানোর চেষ্টাকারী লোকদের বহনকারী একটি ট্রাকও ছিল মারাত্মক ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু।

গাজা শহরের নাসর এলাকায় ট্রাকে ইসরায়েলি হামলায় কমপক্ষে চারজন নিহত হয় এবং ঘটনাস্থলে রক্তাক্ত মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ আবু সালমিয়ার পারিবারিক বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনীর আরেকটি বিমান হামলায় আবু সালমিয়ার ভাই, তার শ্যালিকা এবং দম্পতির সন্তানসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আবু সালমিয়ার পরিবারের ওপর পরিকল্পিত ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। 

হামাস আরও উল্লেখ করেছে যে ইসরায়েলি বাহিনী গত দুই বছরে গাজায় প্রায় ১,৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং ৪০০ জনকে কারারুদ্ধ করেছে। #

পার্স টুডে/এমএএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।