গাজায় শান্তি প্রতিষ্ঠা হলেও অপরাধীদের বিচার করতে হবে: স্পেনের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i153016-গাজায়_শান্তি_প্রতিষ্ঠা_হলেও_অপরাধীদের_বিচার_করতে_হবে_স্পেনের_প্রধানমন্ত্রী
পার্সটুডে- স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, শান্তি মানে ইতিহাস ভুলে যাওয়া নয় বা অপরাধীদের ক্ষমা করে দেওয়া নয়।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ১৪, ২০২৫ ২০:৪৭ Asia/Dhaka
  • পেদ্রো সানচেজ
    পেদ্রো সানচেজ

পার্সটুডে- স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, শান্তি মানে ইতিহাস ভুলে যাওয়া নয় বা অপরাধীদের ক্ষমা করে দেওয়া নয়।

স্পেনের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, “গাজায় গণহত্যায় মূল ভূমিকা রাখা ব্যক্তিদের ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে।” গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর।

স্পেনের এই প্রধানমন্ত্রী সোমবার মিশরে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তিনি গাজায় শান্তিরক্ষী বাহিনী হিসেবে স্পেনীয় সৈন্য পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি। পেদ্রো সানচেজ স্পষ্টভাবে বলেন, যুদ্ধবিরতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এবং প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে শান্তির দিকে না যাওয়া পর্যন্ত স্পেন ইসরায়েলের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।