ব্রিটেনে ফিলিস্তিন সমর্থকদের সমাবেশে সেদেশের পুলিশের হামলা
-
ফিলিস্তিন সমর্থকদের সমাবেশে ব্রিটিশ পুলিশের হামলা
পার্সটুডে-ব্রিটিশ পুলিশ গতকাল (শনিবার) ফিলিস্তিন সমর্থকদের সমাবেশে হামলা চালানোর পর ৯০ জনেরও বেশি সমর্থককে গ্রেফতার করেছে।
সমর্থকরা ফিলিস্তিনিদের সমর্থনে প্ল্যাকার্ড ধরে স্লোগান দিচ্ছিল।
লন্ডনের "ট্যাভিস্টক" স্কোয়ারে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে এবং প্ল্যাকার্ড ধরে স্লোগান দেয়। তাদের দেওয়া স্লোগানগুলো ছিল এরকম: 'আমি গণহত্যার বিরোধিতা করি', 'আমি প্যালেস্টাইনের জন্য অ্যাকশনকে সমর্থন করি' ইত্যাদি। 'অ্যাকশন ফর প্যালেস্টাইন' সংগঠনের সমর্থনে এই বিক্ষোভ আয়োজনকারী দলটি ছিল "ডিফেন্ড দ্য জুরি" গ্রুপ। ওই গ্রুপটি বিক্ষোভ করার পর সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ লন্ডন পুলিশ বাহিনীর হস্তক্ষেপের খবর দেয়।
গ্রুপটি এক বার্তায় লিখেছে, গণহত্যার বিরোধিতা এবং প্যালেস্টাইনের জন্য অ্যাকশন নিষিদ্ধ করার প্রতিবাদ করার কারণে এমনকি কেবল প্ল্যাকার্ড ধরে রাখার কারণে পুলিশ কয়েকজন বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সরকার অ্যাকশন ফর প্যালেস্টাইন গ্রুপটিকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে বলে জানা গেছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত, লন্ডন পুলিশ অন্তত ৯০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। ২৫-২৭ নভেম্বর আদালতে এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিকালেও বিক্ষোভ চলতে থাকবে। এই প্রক্রিয়ায় ব্রিটিশ সরকার দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন