পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১৩০ জন ফিলিস্তিনি আহত
https://parstoday.ir/bn/news/event-i154514-পশ্চিম_তীরে_ইসরায়েলি_হামলায়_১৩০_জন_ফিলিস্তিনি_আহত
পশ্চিম তীরের তুবাস শহরের জরুরি পরিস্থিতি মোকাবেলা বিষয়ক পরিচালক ঘোষণা করেছেন যে গত বুধবার ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি আগ্রাসনের ফলে এ পর্যন্ত ১৩০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
(last modified 2025-11-29T07:05:07+00:00 )
নভেম্বর ২৯, ২০২৫ ১৩:০২ Asia/Dhaka
  • পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি আহত
    পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি আহত

পশ্চিম তীরের তুবাস শহরের জরুরি পরিস্থিতি মোকাবেলা বিষয়ক পরিচালক ঘোষণা করেছেন যে গত বুধবার ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি আগ্রাসনের ফলে এ পর্যন্ত ১৩০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

আল জাজিরার বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, তুবাসের জরুরি ও চিকিৎসা বিভাগের পরিচালক নিদাল ওদেহ আনাতোলি নিউজ এজেন্সিকে বলেছেন যে ওই প্রদেশে ইসরায়েলি সামরিক হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সৈন্যদের মারধরের ফলে ১৩০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ওদেহ আরও বলেন যে আহতদের মধ্যে ৬৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।

গত বুধবার থেকে, তুবাস শহর এবং আশেপাশের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি সেনাবাহিনী সামরিক হামলা শুরু করেছে, যার মধ্যে রয়েছে বিপুল সংখ্যক বাড়িতে অভিযান চালানো, কিছুকে সামরিক ব্যারাকে স্থানান্তর করা এবং ব্যাপকভাবে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করা।

ফিলিস্তিনি প্রিজনার্স সেন্টারের তথ্য অনুযায়ী, এই সামরিক হামলার সময় ইসরায়েলি সেনাবাহিনী ওই  প্রদেশে ১৬২ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে, যাদের বেশিরভাগকেই মাঠ পর্যায়ে জিজ্ঞাসাবাদ এবং হয়রানির পর মুক্তি দেওয়া হয়েছে।

কয়েক ডজন ঘরবাড়িও ধ্বংস করা হয়েছে এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এলাকার কিছু ঘরবাড়ির বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পর সেগুলোকে সামরিক ব্যারাকে পরিণত করেছে।

দুই দিন আগে জেনিনে আত্মসমর্পণ করার পর দুই যুবককে লক্ষ্য করে ইসরায়েলি সরকারও হামলা চালিয়েছিল। হামলার ছবিতে দেখা যায় যে ইসরায়েলি সেনাবাহিনী একটি ভবন ঘিরে ফেলে এবং সৈন্যরা দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে, যারা খুব কাছ থেকে হাত তুলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে তারা ঘটনার পরিস্থিতি সম্পর্কে মাঠ পর্যায়ে তদন্ত করছে।

দুই বছর ধরে পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে ইসরায়েল তুবাসে সামরিক হামলা চালিয়ে আসছে, যার ফলে গাজায় গণহত্যা ও যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম তীরে ১,০৮৫ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, প্রায় ১১,০০০ জন আহত হয়েছেন এবং ২০,৫০০ জনেরও বেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন