আহমদাবাদ বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা
https://parstoday.ir/bn/news/india-i104018-আহমদাবাদ_বিস্ফোরণ_মামলায়_৩৮_জনকে_মৃত্যুদণ্ডের_সাজা_ঘোষণা
ভারতে গুজরাটের আহমদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে বিশেষ আদালত। ওই ৩৮ জন দোষীকে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ইউএপিএ-এর অধীনে ফাঁসির সাজা দেওয়া হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১৮:০৯ Asia/Dhaka

ভারতে গুজরাটের আহমদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে বিশেষ আদালত। ওই ৩৮ জন দোষীকে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ইউএপিএ-এর অধীনে ফাঁসির সাজা দেওয়া হয়েছে।

আজ (শুক্রবার) ২০০৮ সালের আহমদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় আদালত  শাস্তি ঘোষণা করেছে। ওই মামলায় ৪৯ জন অভিযুক্তর মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বাকি ১১ জন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বেকসুর খালাস দেওয়া হয়েছে ২৮ জনকে।

আহমদাবাদ ধারাবাহিক বিস্ফোরণের প্রায় ১৪ বছর বাদে অবশেষে সেই ঘটনার নজিরবিহীন সাজা ঘোষণা করল গুজরাটের একটি আদালত। কারণ এ পর্যন্ত একসঙ্গে এতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।     

মামলার শুনানির সময়, আদালত বলেছে,  ‘বিস্ফোরণে নিহতদের স্বজনদের এক লাখ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার টাকা এবং সামান্য আহতদের ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।’   ২০০৮ সালের ২৬ জুলাই আহমদাবাদের ২১টি স্থানে বোমা বিস্ফোরণে ৫৬ জন নিহত এবং ২৫০ জনেরও বেশি লোক আহত হয়েছিল। ইন্ডিয়ান মুজাহিদীন (আইএম) ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছিল। ২০০২ সালের গুজরাট দাঙ্গার প্রতিশোধ নিতেই ওই বিস্ফোরণ ঘটানো হয় বলে সন্ত্রাসী সংগঠনটি দাবি করে।   

ভয়াবহ ওই বিস্ফোরণের পরে, গুজরাটের সুরাট পুলিশ ২০০৮ সালের ২৮ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে ২৯ টি বোমা উদ্ধার করেছিল যার মধ্যে ১৭টি ভারাছা এলাকা থেকে এবং অন্যান্যগুলো কাতারগাম, মাহিধরপুরা এবং ওমরা এলাকা থেকে উদ্ধার হয়েছিল। তদন্তে প্রকাশ, ভুল সার্কিট ও ডেটোনেটরের কারণে এ সব বোমা বিস্ফোরিত হতে পারেনি। শহরের বিস্তীর্ণ এলাকায় ধারাবাহিকভাবে কমপক্ষে ৭০ মিনিট ধরে ২১টি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় বহু দোকান, অফিস ও  বাড়ি। আগুনে ঝলসে যায় প্রচুর যানবাহন।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।