পশ্চিমবঙ্গে তৃণমূল ও কংগ্রেস নেতার পাল্টাপাল্টি মন্তব্য
ভারতে ৪ রাজ্যে গেরুয়া ঝড়, পাঞ্জাবে ক্ষমতায় যাচ্ছে ‘আপ’
ভারতে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় দেখা যাচ্ছে পাঁচটির মধ্যে চারটিতেই হিন্দুত্ববাদী বিজেপি অর্থাৎ গেরুয়া শিবির এগিয়ে রয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালে উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এতে পাঞ্জাব বাদে অন্য রাজ্যগুলোতে বিজেপি জয়ী হতে চলেছে। পাঞ্জাবে আম আদমি পার্টি (আপ) বিপুলভাবে জয়ী হতে যাচ্ছে। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেস এই নির্বাচনে চরমভাবে ব্যর্থ হয়েছে।
নির্বাচনের ফল প্রকাশের গতি প্রকৃতি দেখে বিজেপিকে টার্গেট করে পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, লখিমপুরে বিজেপি জিতছে কেন? এটা হতে পারে না যে মানুষ সব ভুলে গেল। একইসঙ্গে কংগ্রেসের শোচনীয় পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া।
পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘কংগ্রেস দুর্ভাগ্যজনক ভাবে শেষ হয়ে গেছে। বুঝতে পারছি না কেন এতো পুরনো একটা দল বিলুপ্তের পথে! আমরাও একসময়ে ছিলাম ওই দলে। কংগ্রেসের উচিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া। এটাই উপযুক্ত সময়। তাহলে জাতীয় স্তরে আমরা গান্ধীবাদ, সুভাষবাদকে নিয়ে এগোব এবং গডসেবাদের বিরুদ্ধে লড়াই করব।’ অন্যদিকে, তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকে পাল্টা কটাক্ষ করে রাজ্য কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন, ‘তৃণমূলের উপযুক্ত সময় হল বিজেপিতে সংযুক্ত হয়ে যাওয়া। কারণ, এরপরে তৃণমূলের নেতারা ফের বিজেপিতে পালাবে বলে আমার ধারণা। সেজন্য তৃণমূলের সম্ভাবনা আছে বিজেপিতে সংযুক্ত হয়ে যাওয়া।’
তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি আরও বলেন, ‘ভারতে কংগ্রেসকে দুর্বল করার জন্য আপনারা চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। নিজেরা তা দেখতে পাচ্ছেন, কোনও লাভ হয়নি। বেনারস যাচ্ছিলেন, লক্ষ্ণনৌতে যাচ্ছিলেন উত্তর প্রদেশ দখল করতে। অখিলেশ যাদবের জন্য লড়তে যাচ্ছিলেন। বেনারসে গিয়ে কপালে তিলক কেটে প্রমাণ করতে যাচ্ছিলেন ওদের (বিজেপি) থেকে বড় আমি হিন্দু সন্ন্যাসিনী চলে এসেছি। মোদি হিন্দু সন্ন্যাসী, আর আমি (মমতা) হিন্দু সন্ন্যাসিনী। কিন্তু এতে কোনও লাভ হয়নি। তৃণমূল নেতারা নিজেরা আত্মঅনুসন্ধান করুন।’
কংগ্রেসের খারাপ ফল প্রসঙ্গে অধীর বাবু বলেন, ‘দুশ্চিন্তার কারণ নেই। কংগ্রেস তার জায়গায় থেকে লড়ে যাবে। মানুষের স্বার্থে কাজ করে যাবে। এই ফল ইঙ্গিত দিচ্ছে, এই পরিস্থিতিতে বিজেপিকে হারানো বেশ কঠিন কাজ। এ ছাড়া জাতীয় রাজনীতিতে আম আদমি পার্টি (‘আপ’) একটি মুখ্য ভূমিকায় উঠে আসছে।’
আজ বিকেল ৫ টা পর্যন্ত বেসরকারি ফলাফলে প্রকাশ, উত্তর প্রদেশে ৪০৩ আসনের মধ্যে বিজেপি ২১টিতে জয়ী এবং ২৩১ টিতে এগিয়ে রয়েছে। উত্তরাখণ্ডে ৭০ আসনের মধ্যে বিজেপি ১০টিতে জয়ী এবং ৩৭টিতে এগিয়ে আছে। গোয়াতে ৪০ আসনের মধ্যে বিজেপি ১৯টিতে জয়ী, এবং ২টিতে এগিয়ে আছে। মণিপুরে ৬০টির মধ্যে ১৪টিতে জয়ী এবং ১৩টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে। পাঞ্জাবে ১১৭ টি আসনের মধ্যে আম আদমি পার্টি ৬৯ টিতে জয়ী, ২৩ টিতে এগিয়ে রয়েছে।
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন