'কাশ্মীর থেকে যেভাবে ৩৭০ ধারা সরোনো হয়েছে, সেভাবে পিওজেকে মুক্ত করা হবে'
-
জিতেন্দ্র সিং
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিং বলেছেন, বিজেপি সরকার তার প্রতিশ্রুতিতে অটল থাকবে এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরকে (পিওজেকে) স্বাধীন করে ভারতের অংশ করবে। আজ (সোমবার) হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ ওই তথ্য জানিয়েছে।
গতকাল (রোববার) তিনি এক বিবৃতি বলেন, কেউ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের কথা ভাবতেও পারেনি, কিন্তু সরকার তা করেছে। একইভাবে, সরকার পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করে তুলবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জম্মু সফরকালে এই বিবৃতি দিয়েছেন। কঠুয়া জেলায় মহারাজ গুলাব সিংয়ের ভাস্কর্য উন্মোচন করতে তিনি সেখানে গিয়েছিলেন।
জিতেন্দ্র সিং বলেন, ‘সরকার ১৯৯৪ সালে একটি রেজোলিউশন পাস করেছিল, যেখানে জোর দেওয়া হয়েছিল যে জম্মু-কাশ্মীরের যে এলাকাগুলো পাকিস্তান দখল করেছে, অবিলম্বে তাদের খালি করা উচিত। ‘পিওজেকে’ মুক্ত করা আমাদের দায়িত্ব।’
তিনি বলেন, আমরা যখন ৩৭০ ধারা অপসারণের কথা বলেছিলাম, তখন এটি অনেকের চিন্তার বাইরে ছিল। কিন্তু বিজেপি তার প্রতিশ্রুতি রক্ষা করে তা সরিয়ে দিয়েছে। একইভাবে, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ১৯৮০ সালে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে দল এখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে, এটাও কেউ ভাবেনি। এটা অবশ্য প্রথম নয় যে, কোনও বিজেপি নেতা পাক-অধিকৃত কাশ্মীরকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গতমাসে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলোন বলেছিলেন, সঠিক সময়ে ‘পিওকে’ ভারতের অংশ হয়ে যাবে।
এরআগে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, মোদি সরকার উন্নয়ন কাজের ভিত্তিতে জম্মু-কাশ্মীরের চেহারা এমনভাবে বদলে দেবে যে, ‘পিওকে’র জনগণ ভারতের অংশ হওয়ার দাবি করতে শুরু করবে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২১