২০২২ সাল ভারতের অর্থনীতির জন্য একটি ভয়াবহ বছর ছিল: কংগ্রেস মুখপাত্র
https://parstoday.ir/bn/news/india-i117702-২০২২_সাল_ভারতের_অর্থনীতির_জন্য_একটি_ভয়াবহ_বছর_ছিল_কংগ্রেস_মুখপাত্র
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস কেন্দ্রীয় বিজেপি সরকারকে উদ্দেশ করে বলেছেন, ২০২২ সাল দেশের অর্থনীতির জন্য একটি ভয়াবহ বছর ছিল এবং সরকার অর্থনৈতিক ফ্রন্টে সম্পূর্ণ ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে।  
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২২ ১৭:৪৭ Asia/Dhaka
  • কংগ্রেসের জাতীয় মুখপাত্র অধ্যাপক গৌরব বল্লভ
    কংগ্রেসের জাতীয় মুখপাত্র অধ্যাপক গৌরব বল্লভ

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস কেন্দ্রীয় বিজেপি সরকারকে উদ্দেশ করে বলেছেন, ২০২২ সাল দেশের অর্থনীতির জন্য একটি ভয়াবহ বছর ছিল এবং সরকার অর্থনৈতিক ফ্রন্টে সম্পূর্ণ ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে।  

আজ (মঙ্গলবার) কংগ্রেসের জাতীয় মুখপাত্র অধ্যাপক গৌরব বল্লভ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এই বছরটিকে বিস্ময়কর বলে বর্ণনা করেছেন, যেখানে বাস্তবতা হল বিপরীত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, দেশ পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীজি, পুরো জিডিপি নয়, মাথাপিছু আয়ের তুলনা করুন। নিজর মতো করে তুলনা করবেন না। মাথাপিছু আয়ের দিক থেকে আমাদের অবস্থান বিশ্বে ১৪২তম। গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের দিক থেকে এশিয়ায় আমরা কেবল আফগানিস্তানের চেয়ে উপরে। ডলারের বিপরীতে টাকার মূল্য ১০ শতাংশ কমেছে। 

তিনি বলেন, দেশে বেকারত্বের হার শহরাঞ্চলে ১০ শতাংশ এবং জাতীয় পর্যায়ে ৮.৬ শতাংশ। মোদীজি 'ডেমোগ্রাফিক ডিভিডেন্ড'কে 'ডেমোগ্রাফিক ডিজাস্টার'-এ পরিণত করেছেন। বছরজুড়ে, মুদ্রাস্ফীতির হার রিজার্ভ ব্যাঙ্কের সর্বোচ্চ সীমা ছয় শতাংশের সীমার উপরে ছিল। মোদীজি চাইলে আজ পেট্রোলের দাম ১৪ টাকা কমাতে পারেন। ২০২২ সালের মে থেকে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩২ ডলার কমেছে, কিন্তু মোদী সরকার পেট্রোলের দাম কমায়নি। ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেলে মোদীজি দাম বাড়িয়ে দিচ্ছেন। ক্রুড অয়েলের দাম কমছে, ব্যারেল প্রতি ৩২ ডলার কমেছে, কিন্তু মোদীজি দাম কমাচ্ছেন না। মোদীজি এটা কী দুর্দান্ত বছর? ’

তিনি বলেন, বছরের শেষ উপহার দিয়েছেন মোদীজি। আবারও বেড়েছে দুধের দাম। এক বছরে ৫ বার দুধের দাম বাড়ানোর রেকর্ড গড়েছে। এটি মোদীজির দুর্দান্ত বছর। এ বছর বিশ্বের প্রায় সব রেটিং এজেন্সি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। এত কিছুর পরও প্রধানমন্ত্রী বলছেন, অর্থনীতির জন্য এটি ছিল একটি চমৎকার বছর। আমরা বিশ্বাস করি যে এই বছরটি ভারতের অর্থনীতির জন্য বিস্ময়কর ছিল না, এটি ভয়াবহ ছিল বলেও মন্তব্য করেন কংগ্রেসের মুখপাত্র অধ্যাপক গৌরব বল্লভ।#   

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২৭