ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি মমতার পরামর্শ
'সব নিয়ে নাও, কিন্তু দেশটাকে বেঁচে দিও না, দেশকে রক্ষা করো'
-
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছেন, সব নিয়ে নাও, কিন্তু দেশটাকে বেঁচে দিও না, দেশকে রক্ষা করো।
তিনি আজ (সোমবার) নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কোলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী বিভিন্ন এজেন্সির তৎপরতা, সংবিধান রক্ষা করা, মানুষের অধিকার রক্ষা করা ইত্যাদি প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।
মমতা বলেন, ‘আজকের দিনে দেশ বড় অসহায়। বাংলা আমরা কোনোরকম সামলাচ্ছি। আপনারা জানেন না হয়তো, ৩৬৫ দিন আমাদের কিছু না কিছুর মুখোমুখি হতে হয়। কিন্তু আমরা আন্দোলন থেকে গড়ে ওঠা লোক বলে, আমরা বিপ্লবের প্রেরণা থেকে গড়ে ওঠা লোক বলে, নবজাগরণের মাটি থেকে গড়ে ওঠা লোক বলে, নব চেতনার উন্মেষ দেখার লোক বলে আমরা লড়তে পারি। অনেকে এজেন্সির ভয়ে পালিয়ে যায় আমরা পালাই না। আরে করো না ভাই, যা আছে সব নিয়ে নাও, কিন্তু দেশটাকে তো বেঁচে দিও না! দেশটাকে রক্ষা করে দাও। দেশটাকে এক রেখে দাও। আর কিচ্ছু চাই না।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘যত এজেন্সি পারো লাগাও। মনে রাখতে হবে গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতন্ত্রে একটা সংবিধান আছে, সেই সংবিধান লঙ্ঘন করা মানে, নিজেদের সমস্ত অধিকারকে উল্লঙ্ঘন করা, মানুষের অধিকারকে উল্লঙ্ঘন করা।’ নেতাজি সুভাষ চন্দ্র বসু সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সম্প্রীতির কথা, সংহতির কথা, সংস্কৃতির কথা বলেছেন- মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#
পার্সটুডে/এমএএইচ/ এমবিএ/ ২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।