নামমাত্র মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ‘ভিক্ষার দান!
বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কোলকাতায় বিক্ষোভ মিছিল
-
মহার্ঘ ভাতার দাবিতে কোলকাতায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কোলকাতায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়াতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল সরকারি কর্মীদের ৩০টি সংগঠন। এর পাশাপাশি, মিছিল করে গিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিও হাতে নিয়েছিলেন সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের যে মহার্ঘ ভাতার হারের ঘাটতি রয়েছে, তা অবিলম্বে পূরণ করারও দাবি তুলেছেন আন্দোলনকারীরা। আজ বিধানসভা অভিযানের কর্মসূচিতে প্রতিবাদ মিছিল বিধানসভা চত্বরে যাওয়ার আগেই ধর্মতলার কাছে আটকে দেয় পুলিশ।
আজ বিধানসভা অভিযান কর্মসূচিতে পুলিশি বাধা প্রসঙ্গে আন্দোলনকারী এক নেতা বলেন, ‘এটাই হচ্ছে এ রাজ্যে গণতন্ত্রের চেহারা। শ্রমিক-কর্মচারীদের প্রতিবাদ করার সুযোগ দেওয়া হয় না। মাঝপথে আটকে দেওয়া হল। আমরা আজকে ব্যারিকেড ভেঙে এগোচ্ছি না। আমরা আগামীদিনে আরও বড় কর্মসূচি হাতে নেব। আমরা রাস্তায় দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করছি।’
সম্প্রতি রাজ্য সরকার বাজেটে ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার কথা ঘোষণা করলেও, তাতে সন্তুষ্ট হতে পারেননি রাজ্য সরকারি কর্মীদের বড় একটা অংশ। বাজেট পেশের পরই তারা এই নামমাত্র মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে ‘ভিক্ষার দান’ বলে কটাক্ষ করেন।
বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কয়েক মাস ধরেই ধারাবাহিক আন্দোলন করছেন সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতার দাবিতে কোলকাতার শহিদ মিনার ময়দানে ধর্না-অবস্থানে বসেন সরকারি কর্মীদের একটি সংগঠনের সদস্যেরা। তাদের মধ্যে কেউ কেউ রিলে অনশন শুরু করেন। কেন্দ্রীয় সরকারের হারে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে আগামী সোমবার এবং মঙ্গলবার রাজ্যে ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে কর্মচারীদের সংগঠন ‘যৌথ সংগ্রামী মঞ্চ’। মহার্ঘ ভাতা ইস্যুটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আগামী ১৫ মার্চ ওই মামলার পরবর্তী শুনানি হবে। #
পার্সটুডে/এমএএইচ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।