স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতার অভিধানে নৈতিকতা বলে কোনও শব্দ নেই: দাবি অধীর চৌধুরীর
ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি তার ভাষায় বলেছেন, নৈতিকতা বলে কোনও শব্দ বাংলার স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিধানে নেই।
বিধানসভার একমাত্র কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসকে তৃণমূলে শামিল করায় তিনি আজ (মঙ্গলবার) মুখ্যমন্ত্রী মমতাকে তীব্র কটাক্ষ করে ওই মন্তব্য করেন। গতকাল (সোমবার) বিধায়ক বাইরন বিশ্বাসের হাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি দলীয় পতাকা তুলে দেন।
কংগ্রেসের টিকিটে জয়ী হওয়া বিধায়ক বাইরন বিশ্বাসকে তৃণমূলে শামিল করায় ক্ষুব্ধ অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘সব থেকে বড় কথা হল, মানুষের আস্থাকে অপমান করা। মানুষের মতামতকে পদদলিত করে ক্ষমতা জাহির করা শক্তির এক কুৎসিত প্রদর্শন হচ্ছে। তৃণমূল নেত্রীর নির্দেশে বাংলায় আজকে এই দল বদলের চিত্র। কারও কোনো দল ভালো না লাগতেই পারে। কিন্তু সেটাকে এনজয় করতে গেলেও কখনও নৈতিকতাকে বিসর্জন দিয়ে করা উচিত নয়। কারণ তাতে মানুষের যে মতামত, তাকে পদদলিত করা হয়। যেটা গণতন্ত্রে মানুষকে অপমান করার শামিল।’
তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বপ্রথম বাংলার নৈতিকতাকে হত্যা করা হয়েছে। তিনি যে সংস্কৃতি শুরু করেছেন বাংলায়, উনি বিরোধী দল বিশেষ করে কংগ্রেসকে খতম করতে চাচ্ছেন এবং চোরা শিকারির কায়দায় বিভিন্ন দলকে দুর্বল করছেন।’
এর আগে ওই ইস্যুতে অধীর বাবু মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করে বলেছিলেন, ‘দিদি দল ভাঙানোর খেলায় সিদ্ধহস্ত সেটা সবাই জানেন। এর ফলে মানুষের সামনে তৃণমূলের চেহারা আরও নগ্ন হল। মানুষের রায়কে মেনে নেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। তিনি মানুষের রায়কে পদদলিত করলেন। আমরা দিদি আপনার চ্যালেঞ্জ মেনে নিলাম। আগামীতে দেখা হবে নির্বাচনী ময়দানে। আমাদের জেদ আরও বাড়ল। কংগ্রেস কর্মীদের বলছি, আপনারা এতটুকু দুঃখ পাবেন না। ‘এক মাঘে শীত যায় না’। দিদি যে খেলা শুরু করেছেন, সেই খেলাই ওনাকে ধ্বংস করবে’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি। #
পার্সটুডে/এমএএইচ/জিএআর/৩০