ইউসুফ পাঠানের নাম ঘোষণা হতেই মাথা ঘুরছে অধীরের: সুখেন্দু শেখর রায়
(last modified Mon, 11 Mar 2024 12:31:07 GMT )
মার্চ ১১, ২০২৪ ১৮:৩১ Asia/Dhaka
  • ইউসুফ পাঠানের নাম ঘোষণা হতেই মাথা ঘুরছে অধীরের: সুখেন্দু শেখর রায়

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা সুখেন্দু শেখর রায় এমপি রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপিকে সিপিএম এবং বিজেপির স্বঘোষিত পরামর্শদাতা বলে কটাক্ষ করেছেন।

তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা হতেই অধীর বাবুর মাথা ঘুরে গেছে! রাতে আর ঘুম হচ্ছে না!  প্রসঙ্গত, বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে সাবেক তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয়েছে। এই আসনে রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর প্রার্থী হওয়াও কার্যত নিশ্চিত।

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে প্রার্থী করায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘বিজেপির হাত শক্ত’ করার চেষ্টা বলে কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘ইউসুফ পাঠানকে যদি সম্মানিত করতে হতো তাহলে তাকে রাজ্যসভায় এমপি করে পাঠাতে পারত। না হলে গুজরাটের কোনও আসন সেখানকার ইন্ডিয়া জোটের দলের কাছ থেকে নিয়ে সেখানে প্রতিদ্বন্দ্বী করতে পারতেন। কিন্তু ওকে এখানে পাঠিয়েছেন বিজেপিকে সাহায্য করতে যাতে কংগ্রেস পরাজিত হয়।’

বাংলায় বিজেপি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ‘I.N.D.I.A’ জোট না হওয়ার দায় কংগ্রসের ওপর বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরীর ওপর চাপিয়েছেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায়। প্রদেশ কংগ্রেস সভাপতিকে তিনি সিপিআই(এম)ও বিজেপির ‘স্বঘোষিত পরামর্শদাতা’ বলে কটাক্ষ করেছেন। একইসঙ্গে দাবি করেছেন তাদের সুরে সুর মিলিয়ে অধীর বাবু তৃণমূল কংগ্রেস দল ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন।

তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সমালোচনা করে বলেন,‘ইন্ডিয়া’ জোট নিয়ে আলোচনায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তৃণমূল সভানেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। চারটি শহরে পাঁচটি বৈঠক হয়েছিল। প্রত্যেকটিতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, নয় ডেরেক ও’ব্রায়েন উপস্থিত ছিলেন। আমরা বারবার বলেছিলাম, যে রাজ্যে যে দল শক্তিশালী তাদেরকে প্রাধান্য দিয়ে, সময় থাকতে থাকতেই জোটের আলোচনা শুরু করা হোক। বলা হয়েছিল পাঁচ রাজ্যের বিধানসভা ভোট আছে। ডিসেম্বর মাসে সেই ভোট মিটে গেছে। এখন মার্চ মাস চলছে। তা সত্ত্বেও কথা চলছিল। কিন্তু প্রতিনিয়ত অধীররঞ্জন চৌধুরী, বিজেপি এবং সিপিআই(এম)-এর সুরে সুর মিলিয়ে যতরকম জঘন্য নোংরা কথাবার্তা আমাদের নেত্রী এবং দল সম্পর্কে বলে চলেছেন। আর জাতীয় কংগ্রেস বলছে আমরা জোটের বিষয়ে আন্তরিক। এটা হাস্যকর বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় এমপি। এভাবে সব মিলিয়ে ‘ইন্ডিয়া’ জোটের প্রধান শরিক দল কংগ্রেস ও তৃণমূলের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও মন্তব্যে বিজেপি বিরোধী জোটে বড় সড় ফাটল বলে মনে করছেন বিশ্লেষকরা।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১১