খালিস্তানপন্থী শিখ নেতা হত্যার প্রচেষ্টায় ভারতকে সতর্ক করল আমেরিকা
(last modified Thu, 23 Nov 2023 12:56:51 GMT )
নভেম্বর ২৩, ২০২৩ ১৮:৫৬ Asia/Dhaka
  • খালিস্তানপন্থী শিখ নেতা হত্যার প্রচেষ্টায় ভারতকে সতর্ক করল আমেরিকা

আমেরিকায় বসবাসকারী স্বাধীন খালিস্তানপন্থী শিখ নেতা গুরপথওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টার বিষয়ে ভারতকে সতর্ক করেছে আমেরিকা। হোয়াইট হাউস বিষয়টি ভারত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে উত্থাপন করেছে।

গতকাল (বুধবার) কয়েকটি সংবাদমাধ্যম এ খবর দেয়। তবে সবার আগে খবরটি দিয়েছে ব্রিটিশ পত্রিকা ‘দ্যা ফিনান্সিয়াল টাইমস’। এরপর হোয়াইট হাউজ পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতের সম্ভাব্য জড়িত থাকার জন্য নয়াদিল্লিকে "সতর্ক" করে। মার্কিন সরকার আগেই পান্নুনকে হত্যার প্রচেষ্টাকে ব্যর্থ করেছে।

ভয়েস অব আমেরিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। গতকাল তারা জানান, আমেরিকার মাটিতে একজন শিখ স্বাধীনতাকামীকে হত্যা করার জন্য ভারত সরকারের এজেন্টদের পরিকল্পনা অত্যন্ত গুরুতর বিষয়। ওয়াশিংটন বলেছে, “আমরা এই সমস্যাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি।”

মার্কিন সরকার বিষয়টি ভারতের সর্বোচ্চ পর্যায়ে জানিয়েছে। ভারতও এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। তারা বলেছে, এ ধরনের কার্যকলাপ তাদের নীতি নয়। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন ভয়েস অব আমেরিকাকে এসব কথা বলেন।

এ বিষয়ে পান্নুন বলেন, “আমেরিকার মাটিতে একজন মার্কিন নাগরিককে যে হুমকি দেয়া হচ্ছে, সেটা এ দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। আমার বিশ্বাস, এমন যেকোনো প্রতিকূলতা মোকাবেলা করতে জো বাইডেন প্রশাসন ভালোভাবেই সক্ষম।” তবে তাকে হত্যাচেষ্টার বিষয়ে মার্কিন প্রশাসন আগেই সতর্ক করেছিল কিনা তা স্পষ্ট করেননি পান্নুন।#

পার্সটুডে/এসআইবি/২৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ