'ভারতে হিটলারি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালাচ্ছে মোদী-শাহ প্রাইভেট লিমিটেড কোম্পানি'
https://parstoday.ir/bn/news/india-i133208-'ভারতে_হিটলারি_ফ্যাসিস্ট_শাসন_ব্যবস্থা_চালাচ্ছে_মোদী_শাহ_প্রাইভেট_লিমিটেড_কোম্পানি'
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে ভারতে হিটলারি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চলছে বলে মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১১, ২০২৪ ১৮:৪৮ Asia/Dhaka
  • 'ভারতে হিটলারি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালাচ্ছে মোদী-শাহ প্রাইভেট লিমিটেড কোম্পানি'

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে ভারতে হিটলারি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চলছে বলে মন্তব্য করেছেন।

তিনি আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের উদ্দেশ্যে বলেন, গিরিরাজ সিংয়ের মনে রাখা উচিত, ভারতবর্ষে এই মুহূর্তে তুঘলকি, স্বৈরাচারী, হিটলারি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালাচ্ছে মোদী-শাহ প্রাইভেট লিমিটেড কোম্পানি। যাদের বিরুদ্ধে কথা বলার অধিকার স্বয়ং গিরিরাজ সিংয়ের নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম না করে এভাবে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির ফায়ারব্যান্ড নেতা গিরিরাজ সিং পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটি ‘প্রাইভেট লিমিটেড  কোম্পানি’। দলীয় সদস্যদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ প্রসঙ্গে আজ সকালে গিরিরাজ সিং বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং এ ধরণের কোম্পানি অন্যদের শেয়ারহোল্ডার করে না। দলের  সুপার শেয়ারহোল্ডার তার ভাতিজা (অভিষেক বন্দ্যোপাধ্যায়)। যদি কেউ ভাগ চাইতে চায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে চায়, তিনি তা সহ্য করবেন না।’

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের এ ধরণের মন্তব্য প্রকাশ্যে আসতেই পাল্টা জবাবে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। দলটির মুখপাত্র শান্তনু সেন এমপি আজ বলেন, আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন গিরিরাজ সিং। সেজন্য তাকে ক্ষমা চাওয়া উচিত। ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ধরণের মন্তব্য করেছিলেন, সেজন্য তার লজ্জা পাওয়া উচিত। গিরিরাজ সিংয়ের মুখে এধরণের কথা শোভা পায় না। সবার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্য সারা দেশের মানুষের কাছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের হাতজোড় করে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি। #

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।