প্রধানমন্ত্রী উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলেন না: শশী থারুর
https://parstoday.ir/bn/news/india-i133626-প্রধানমন্ত্রী_উন্নয়ন_এবং_জাতীয়_নিরাপত্তা_নিয়ে_কথা_বলেন_না_শশী_থারুর
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে তার বিরুদ্ধে উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে কথা না বলার অভিযোগ করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ২২, ২০২৪ ১৫:৩২ Asia/Dhaka
  • ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর এমপি
    ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর এমপি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে তার বিরুদ্ধে উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে কথা না বলার অভিযোগ করেছেন।

তিনি বলেন, প্রত্যেক নির্বাচনের আগে মোদী রাজনৈতিক এজেন্ডা পরিবর্তন করেন। তিনি উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার মতো গুরুতর বিষয়ে কথা বলেন না। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর বলেন, শুধু তাই নয়, সীমান্তে চীনের অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়েছে সরকার। চীন আমাদের কাছ থেকে যে জমি ছিনিয়ে নিয়েছে তাও ফেরত নিতে পারেনি।

কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শশী থারুর এমপি রোববার তিরুবনন্তপুরমে এসব কথা বলেন। তিনি বলেন, মোদী ২০১৪ সালের লোকসভা নির্বাচন উন্নয়নের নামে এবং ২০১৯ সালের নির্বাচন জাতীয় নিরাপত্তার নামে লড়েছিলেন। পাকিস্তানে একটি সার্জিক্যাল স্ট্রাইকও পরিচালিত হয়েছিল। কিন্তু, নোটবাতিলের কারণে জনসাধারণের সমস্যা হওয়ার পরে, এখন তারা উন্নয়নের কথা বলতে পারে না বা জাতীয় নিরাপত্তার বিষয়টিও তুলতে পারে না, কারণ সরকার চীনের দখলকৃত এলাকা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে।  

কংগ্রেস নেতা শশী থারুর আরও বলেন, ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন। ফেব্রুয়ারিতে তিনি আবুধাবিতে মন্দিরের উদ্বোধন করবেন। এবং, আমার মনে হয় এরপরই নির্বাচনের ঘোষণা দেওয়া হবে। কংগ্রেসের পক্ষ থেকে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যানের বিষয়ে শশী থারুর বলেন, এই কর্মসূচি কংগ্রেসের জন্য রাজনৈতিক। দল বরাবরই সকলের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে, তবে দল হিসেবে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। তিনি বলেন, প্রধানমন্ত্রী ধর্মকে রাজনৈতিক অনুশীলনে পরিণত করেছেন এবং আমরা এটিকে ভালো মনে করি না। আমি মন্দিরে প্রার্থনা করতে যাই, রাজনীতি করতে নয় বলেও মন্তব্য করেন কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর এমপি।#

 

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।