জাতীয় মহিলা কমিশনের কোনো অধিকার নেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কথা বলার : কুণাল
https://parstoday.ir/bn/news/india-i134706-জাতীয়_মহিলা_কমিশনের_কোনো_অধিকার_নেই_রাজ্যে_রাষ্ট্রপতি_শাসনের_কথা_বলার_কুণাল
জাতীয় মহিলা কমিশনের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কথা বলার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১৮:৫৪ Asia/Dhaka
  • জাতীয় মহিলা কমিশনের কোনো অধিকার নেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কথা বলার : কুণাল

জাতীয় মহিলা কমিশনের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কথা বলার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে আইনশৃঙ্খলার অবনতি ও সেখানে নারীদের উপর নির্যাতনের অভিযোগে সোচ্চার হয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। আজ সেই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘রেখা শর্মা আপনি শুনছেন? আপনার কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতি শাসনের কথা বলার? কোনো অভিযোগ পেলে তারা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দিতে পারেন, আইনের ধারার মধ্যে কোনো সুপারিশ থাকলে জানাতে পারেন। কিন্তু রাষ্ট্রপতি শাসন! এসসি-এসটি কমিশন, মহিলা কমিশনের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতি শাসনের কথা বলার।

কুণাল ঘোষ আজই একইসঙ্গে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে  বিজেপির দলদাস বলে কটাক্ষ করেছেন। তাকে নিজের এখতিয়ারের মধ্যে থেকে কাজ করার পরামর্শও দিয়েছেন তৃণমূল নেতা কুণাল বাবু। তিনি আজ একইসঙ্গে বিজেপিশাসিত উত্তর প্রদেশের উন্নাও, হাথরস এবং মণিপুরে নারীদের উপরে যেসব নির্যাতনমূলক ঘটনা ঘটেছে সেসব উল্লেখ করেন। এসব জায়গায় কেন জাতীয়  মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা যাননি সেই প্রশ্নও করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

গতকাল (সোমবার) জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সন্দেশখালি সফর করার পর বলেন, দিনের পর দিন মহিলাদের উপর নির্যাতন হয়েছে। ১৮টা অভিযোগ পেয়েছি। দু’জন ধর্ষণের অভিযোগ জানিয়েছে। পুলিশের উপর মানুষের আস্থা নেই। এখানে খুব খারাপ পরিস্থিতি। রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনও উপায় নেই। কারণ, পুলিশকেও ভয় পাচ্ছে ওরা। তিনি গতকালের মতো আজও রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সাফাই দিলে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে, জাতীয় মহিলা কমিশনের অভিযোগকে তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। এরআগে সন্দেশখালিতে তপসিলি জনজাতির মানুষজনের উপর অত্যাচারের অভিযোগে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছিল জাতীয় তফসিলি কমিশন। তৃণমূল অবশ্য এধরণের কমিশনের পক্ষ থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করার কোনো অধিকার নেই বলে সাফ জানিয়ে দিয়েছে।#           

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।