‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় শামিল হয়ে বিজেপি হটানোর ডাক দিলেন অখিলেশ যাদব   
https://parstoday.ir/bn/news/india-i134902-ভারত_জোড়ো_ন্যায়_যাত্রা’য়_শামিল_হয়ে_বিজেপি_হটানোর_ডাক_দিলেন_অখিলেশ_যাদব
উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দেশ থেকে বিজেপি হটানোর ডাক দিয়েছেন।  
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ২০:০৬ Asia/Dhaka
  • রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে অখিলেশ যাদব
    রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে অখিলেশ যাদব

উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দেশ থেকে বিজেপি হটানোর ডাক দিয়েছেন।  

তিনি আজ (রোববার) বলেন, গণতন্ত্র ও সংবিধান বাঁচানোই আজ চ্যালেঞ্জ। তাই বিজেপি হটান, দেশ বাঁচান এবং সংকটের অবসান ঘটান। কৃষকদের আন্দোলনের কথা উল্লেখ করে অখিলেশ বলেন,  আজ কৃষকরা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কৃষকদের ক্ষমতায় সরকার ভীত। আগামী সময়ে বিজেপিকে সরিয়ে দেওয়া হবে এবং বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট সরকার কৃষকদের সম্মান দেবে।   

আজ (রোববার) উত্তর প্রদেশের আগ্রায় প্রধান বিরোধী দল কংগ্রেসের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' কর্মসূচিতে শামিল হন অখিলেশ যাদব। তিনি কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ওই কর্মসূচিতে অংশ নেন। বিজেপি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (I.N.D.I.A)-এর অন্যতম শরিক দল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, আমি রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি এবং 'ভারত জোড়ো ন্যায় যাত্রা’ য় আসা সমস্ত কর্মী ও জনসাধারণকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই।

অখিলেশ বলেন, আমি খুশি যে রাহুল গান্ধীজি, যিনি ভালোবাসার দোকান শুরু করেছেন, তিনি এখন আগ্রায়। আগ্রা একটি ভালোবাসার শহর, তাই এখান থেকে ভালোবাসা সংগ্রহ করুন এবং আপনার সফরজুড়ে এটি ছড়িয়ে দিন। গণতন্ত্র ও সংবিধান বাঁচানোই আজ চ্যালেঞ্জ। তাই বিজেপি হটান, দেশ বাঁচান এবং সংকটের অবসান ঘটান।     

কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার বক্তব্যে বলেন, 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র সময় একটি স্লোগান উঠেছিল- ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলতে হবে। I.N.D.I.A জোটের প্রথম কাজ হল 'ঘৃণার বাজারে ভালোবাসার দোকান' খোলা। ঘৃণার অবসান ঘটানো যায় শুধু ভালোবাসা দিয়ে। এ দেশ ঘৃণার নয়, ভালোবাসার দেশ বলেও মন্তব্য করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি।#  

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২৫  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।