তৃণমূল বিশ্বাসঘাতক ও অত্যাচারের দ্বিতীয় নামে পরিণত হয়েছে: মোদী, পাল্টা কটাক্ষ শান্তনুর
(last modified Sat, 02 Mar 2024 10:50:16 GMT )
মার্চ ০২, ২০২৪ ১৬:৫০ Asia/Dhaka
  • তৃণমূল বিশ্বাসঘাতক ও অত্যাচারের দ্বিতীয় নামে পরিণত হয়েছে: মোদী, পাল্টা কটাক্ষ শান্তনুর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে অত্যাচারী ও বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছেন। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে এসবের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আজ (শনিবার) পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে বিজেপির এক সমাবেশে বক্তব্য রাখার  সময়ে এসংক্রান্ত মন্তব্য করেন। তিনি রাজ্যে লোকসভার ৪২ আসনের সবক’টিতেই বিজেপিকে জয়ী করার কথা বলেছেন।    প্রধানমন্ত্রী রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, ‘এখানে যেভাবে ‘টিএমসি’র (তৃণমূল কংগ্রেস) রাজ্য সরকার চলছে তারা বাংলাকে হতাশ করেছে।  পশ্চিমবঙ্গের জনগণ অনেক আশা নিয়ে টিএমসিকে বার বার বড় ম্যান্ডেট দিয়েছে। কিন্তু টিএমসি অত্যাচার এবং এবং বিশ্বাসঘাতকের দ্বিতীয় নামে পরিণত হয়েছে। টিএমসির জন্য  বাংলার উন্নয়ন হচ্ছে না। বরং, দুর্নীতি এবং পরিবারতন্ত্র অগ্রাধিকারে রয়েছে। টিএমসি’র অর্থ বিশ্বাসঘাতক ও অত্যাচার, টিএমসি’র অর্থ-   দুর্নীতি ও পরিবারতন্ত্র। টিএমসি বাংলার   জনগণকে গরীব করে রাখতে চায়’ বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।    

শান্তনু সেন এমপি

এদিকে, ‘দুর্নীতি’ ইস্যুতে প্রধানমন্ত্রীকে টার্গেট করে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি’র  অভিযোগ- ‘এই মুহূর্তে ভারতে সবচেয়ে বড় আর্থিক দুর্নীতি হচ্ছে মোদী-আদানীর দুর্নীতি। যার পরিমাণ ১২০ বিলিয়ন ডলার। যার বন্ধু নীরব মোদী, ললতি মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়ারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চুরি করে পালিয়ে যায় এবং তিনি যখন অন্য রাজ্যে এসে দুর্নীতির কথা বলেন, তখন এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। আসলে অতীত থেকে যারা শিক্ষা পায় না তাদেরকে  ‘নির্লজ্জ’ ছাড়া আর কোনো ভাষা প্রয়োগ করা যায় না।’     

অন্যদিকে, কংগ্রেসের মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায় দুর্নীতিতে তৃণমূল ও বিজেপিকে এক  কাতারে রেখে বলেছেন, আমরা জানি যে পশ্চিমবঙ্গের মাটিতে এখন অনেক মার্কেটিং ফেরিওয়ালা ঘুরে বেড়াচ্ছে, অনেক কিছু বলবেন। বিষয় হচ্ছে, দুই ফুল- বিজেপি আর তৃণমূল, (বিজেপির প্রতীক পদ্মফুল এবং তৃণমূলের প্রতীক চিহ্ন জোড়া ফুল) দুটোই দুর্নীতির মূল। পশ্চিমবঙ্গসহ গোটা ভারতবর্ষকে যেভাবে লুট করা হচ্ছে তা এদের নেতৃত্বেই হচ্ছে বলেও মন্তব্য করেছেন কংগ্রেসের মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায়। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।