বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করতে হবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ডাক দিয়েছেন।
তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। তিনি এসময়ে ভোটের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং তাদেরকে প্রতিরোধ করার আহ্বান জানান। বিজেপিকে তিনি বাংলা বিরোধী বলে অভিহিত করে তাদেরকে বাংলা থেকে ঝেটিয়ে বিদায় করার ডাক দিয়েছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বাংলার ৪২ জন তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেন। এই তালিকায় ৬ জন মুসলিম প্রার্থীর নাম রয়েছে। এরা হলেন, মালদহ দক্ষিণ আসনে শাহনওয়াজ আলি রায়হান, জঙ্গিপুর আসনে খলিলুর রহমান, বহরমপুর আসনে ইউসুফ পঠান (প্রখ্যাত ক্রিকেটার), মুর্শিদাবাদ আসনে আবু তাহের খান, বসিরহাট আসনে হাজী নুরুল ইসলাম এবং উলুবেড়িয়া আসনে লড়বেন সাজদা আহমেদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেন, বাংলায় সর্বত্র তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করুন। ২০১৪ সালে আপনারা ৩৪ জনকে জিতিয়ে এমপি করে দিল্লিতে পাঠিয়েছিলেন। নরেন্দ্র মোদী হয়ত প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু গায়ের জোরে গাজোয়ারি করে বাংলার দশ পয়সাও আটকে রাখতে পারেনি। পরবর্তীতে ২০১৯ সালে আপনারা ১৮ জন এমপি বিজেপিকে উপহার দিয়েছিলেন, এর পরদিন থেকে বাংলার মানুষের জল, কল, রাস্তা, ১০০ দিনের কাজের প্রকল্পসহ সব টাকা বন্ধ! সুতরাং, এটা প্রতিষ্ঠিত যে বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে আপনার অধিকার আপনি পাবেন। তাই অধিকারের পক্ষে আগামীদিনের ভোট। এটা নির্বাচিত করার ভোট নয়। এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ভোট। বাংলা বিরোধীদের ঝেটিয়ে বিদায় করার ভোট। আজকের ব্রিগেড সমাবেশে বাংলার মানুষ তা প্রমাণ করে দিয়েছে।’
অন্যদিকে, তৃণমূল সভানেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তৃণমূল কংগ্রেস এখানে একা লড়বে। দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে। প্রসঙ্গত, বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম শরিক দল হল তৃণমূল কংগ্রেস। কিন্তু কংগ্রেস ও অন্য দলের সঙ্গে সমঝোতা না হওয়ায় রাজ্যে তৃণমূল একাই লড়বে বলে ঘোষণা করেছেন দলীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।