সন্দেশখালির রহস্যময় বাড়ি ঘিরে রোবট দিয়ে চলছে অভিযান
https://parstoday.ir/bn/news/india-i137024-সন্দেশখালির_রহস্যময়_বাড়ি_ঘিরে_রোবট_দিয়ে_চলছে_অভিযান
পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে একটি রহস্যময় বাড়ি ঘিরে এনসিজে কমান্ডো এবং রোবট দিয়ে সিবিআই অভিযান চলছে। সেখান থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৬, ২০২৪ ১৭:৪৬ Asia/Dhaka
  • সন্দেশখালির রহস্যময় বাড়ি ঘিরে রোবট দিয়ে চলছে অভিযান

পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে একটি রহস্যময় বাড়ি ঘিরে এনসিজে কমান্ডো এবং রোবট দিয়ে সিবিআই অভিযান চলছে। সেখান থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ (শুক্রবার) সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপুরে শাহজাহান-ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারী সংস্থাগুলো।

সিবিআই

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই সূত্র জানিয়েছে, শাহজাহান শেখের এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে প্রচুর অস্ত্র ও বোমা মজুত আছে এমন খবর পেয়ে অভিযানে নামে এনসিজে কমান্ডো। তল্লাশি অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।  শেষ খবর পাওয়া পর্যন্ত, রোবট দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সিবিআই কর্মকর্তারা এখনও বাড়ির ভিতরেই রয়েছেন।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্ত সিবিআই নেওয়ার পর বেশ কয়েকবার সেখানে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা অনুসন্ধানে এসেছেন। এবার তারা শাহজাহানের ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে অভিযান চালালো। ইডি, সিবিআইয়ের পর এবার সেখানে এনএসজি কমান্ডোরাও যুক্ত হয়েছে। রহস্যময় বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে।#

পার্সটুডে/জিএআর/২৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।