আরএসএসের কোনো ধর্ম নেই: শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী
https://parstoday.ir/bn/news/india-i7327-আরএসএসের_কোনো_ধর্ম_নেই_শঙ্করাচার্য_স্বামী_স্বরূপানন্দ_সরস্বতী
ভারতের দ্বারকা সারদা পীঠ মন্দিরের প্রধান পুরোহিত শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ হিন্দুত্ববাদী আরএসএসের সমালোচনা করেছেন। আজ (বুধবার) বিকেলে শঙ্করাচার্য বলেছেন, ‘রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) কোনো ধর্ম নেই এবং হিন্দুদের নিয়ে তাদের কোনো চিন্তাও নেই।’
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২০, ২০১৬ ১৯:৪২ Asia/Dhaka
  • আরএসএসের কোনো ধর্ম নেই: শঙ্করাচার্য  স্বামী  স্বরূপানন্দ সরস্বতী

ভারতের দ্বারকা সারদা পীঠ মন্দিরের প্রধান পুরোহিত শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ হিন্দুত্ববাদী আরএসএসের সমালোচনা করেছেন। আজ (বুধবার) বিকেলে শঙ্করাচার্য বলেছেন, ‘রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) কোনো ধর্ম নেই এবং হিন্দুদের নিয়ে তাদের কোনো চিন্তাও নেই।’

শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী বলেন, ‘আরএসএসের হিন্দু রাষ্ট্র প্রয়োজন, হিন্দু ধর্ম নয়।’ তিনি বিশ্ব হিন্দু পরিষদের সমালোচনা করে বলেন, ‘ওরা অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে চায় না, বরং এটি নিয়ে রাজনীতি করতে চায়।’

তিনি ভারত পাকিস্তান সম্পর্ক এবং বিশ্বখ্যাত মূল্যবান হীরক খন্ড নিয়েও মন্তব্য করেছেন। শঙ্করাচার্য বলেন, ‘পাকিস্তানকে প্রতিরোধ করতে ভারতকে সামরিকভাবে শক্তিশালী হতে হবে। ভারত অত্যন্ত শক্তিশালী হলে তবেই পাকিস্তান ভয় পাবে এবং ভারত বিরোধী তৎপরতা থেকে বিরত থাকবে।’

কোহিনূর হীরে সম্পর্কে তিনি বলেন, ‘কোহিনূর আমাদের, তা দেশে ফিরিয়ে আনতে হবে। কোহিনূর লুঠ করে নিয়ে গিয়েছিল ইংরেজরা। কোহিনূর উপহার দেয়া হয়েছিল বলা কেন্দ্রীয় সরকারের দুর্বলতা।’

শঙ্করাচার্য গত জানুয়ারিতে রাম মন্দির প্রসঙ্গে মন্তব্য করে বলেছিলেন, ‘বর্তমান কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং আরএসএস রাম মন্দির তৈরি করতে পারবে না।’

তার মতে, ‘সরকার সেক্যুলার, তাই তাদের কাছে রাম-রহীম কোনো বিষয়ই নয়। বিজেপি রাজনৈতিক দল, তাদেরও মন্দির নির্মাণ করার কোনো মতলব নেই। আরএসএস একটি সামাজিক সংস্থা, তাই রাম মন্দির নির্মাণে তাদের কোনো সম্পর্ক নেই।’ এবার আবারো আরএসএস, রাম মন্দির ইত্যাদি ইস্যু নিয়ে প্রকাশ্যে এল শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতীর মন্তব্য।#

এমএএইচ/জিএআর/২০