‘সিএএ’কে বৈষম্যমূলক অভিহিত করে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব পেশ
https://parstoday.ir/bn/news/india-i76971-সিএএ’কে_বৈষম্যমূলক_অভিহিত_করে_ইউরোপীয়_পার্লামেন্টে_প্রস্তাব_পেশ
ভারতের বহুলালোচিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ-এর সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস গ্রুপ (এসঅ্যান্ডডি) ‘সিএএ’কে ‘বৈষম্যমূলক’ ও ‘ভয়ানক বিভাজনকারী’ অভিহিত করে প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবে বলা হয়েছে যে, ওই আইনে বিশ্বের বৃহত্তম বিশৃঙ্খল পরিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৬, ২০২০ ১৯:৪১ Asia/Dhaka
  • ইউরোপীয় পার্লামেন্ট
    ইউরোপীয় পার্লামেন্ট

ভারতের বহুলালোচিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ-এর সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস গ্রুপ (এসঅ্যান্ডডি) ‘সিএএ’কে ‘বৈষম্যমূলক’ ও ‘ভয়ানক বিভাজনকারী’ অভিহিত করে প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবে বলা হয়েছে যে, ওই আইনে বিশ্বের বৃহত্তম বিশৃঙ্খল পরিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে।  

আগামী ২৯ জানুয়ারি ওই ইস্যুতে আলোচনা হতে পারে ইইউ-এর পার্লামেন্টে। ভোটাভুটি হবে ৩০ জানুয়ারি। ২৪টি দেশের সোশ্যাল অ্যান্ড ডেমোক্র্যাট গ্রুপের ১৫৪ জন সদস্যের সমর্থনে ওই প্রস্তাব পেশ হয়েছে।  

‘সিএএ’-এর প্রতিবাদকারীদের বিরুদ্ধে ভারত সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তার তীব্র নিন্দা করেছে সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস গ্রুপ।

ইইউ-এর সদস্যরা সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’ ও জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে তারা ভারত সরকারের ওই নীতির কারণে ‘বহু মুসলিম নাগরিককে দেশছাড়া হতে হবে’ বলে আশঙ্কা প্রকাশ করেছে।

ইইউ ভারত সরকারের উদ্দেশ্যে বলেছে, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইন রয়েছে। সেই আইনের কথা যেন ভারত মাথায় রাখে। ইইউ ‘সিএএ’-এর বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসা এবং এ ব্যাপারে তাঁদের দাবি শোনার জন্য ভারত সরকারকে আবেদন জানাতে চলেছে বলেও খবর।  

প্রস্তাবে বলা হয়েছে, ‘সিএএ’র মাধ্যমে ভারতীয় সংবিধানের ১৪ অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে। এছাড়া নাগরিকত্ব সংশোধন আইন ভারতের আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও চুক্তি লঙ্ঘন করে যার অধীনে জাতি, বর্ণ, বংশোদ্ভূত বা জাতীয় বা জাতিগত উৎসের ভিত্তিতে বৈষম্য করা যায় না বলেও উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।