মোদিকে নাৎসি বলে কঠোর সমালোচনায় পড়লেন ইমরান খান
https://parstoday.ir/bn/news/india-i79218-মোদিকে_নাৎসি_বলে_কঠোর_সমালোচনায়_পড়লেন_ইমরান_খান
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, তার ভাষায়, নাৎসি বলে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২০, ২০২০ ১৬:৩৪ Asia/Dhaka
  • মোদিকে নাৎসি বলে কঠোর সমালোচনায় পড়লেন ইমরান খান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, তার ভাষায়, নাৎসি বলে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ(সোমবার) এক বিবৃতিতে  ইমরান খানের কঠোর সমালোচনা করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ইমরানের মন্তব্যকে তাদের ভাষায় উদ্ভট হিসেবে তুলে ধরে পাক প্রধানমন্ত্রীকে কোভিড-১৯'এ বিরোধী লড়াইয়ে মনোনিবেশ করার উপদেশ দিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

 নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়

নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, করোনা বিরোধী লড়াইয়ে মনোনিবেশ না করে ভারতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন মি. খান। এতে আরও দাবি করা হয়, তাদের ভাষায়, করেনা মোকাবেলায় ন্যাক্কারজনক পরিস্থিতি থেকে নজর ফেরানোর জন্য পাক নেতৃবৃন্দ এ রকম উদ্ভট মন্তব্যের পথ বেছে নিয়েছেন।

ভারতীয় মুসলমানদের সাথে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে গতকাল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে  নাৎসিদের সঙ্গে তুলনা করেছিলেন ইমরান খান। জবাবে পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ নিরসনে পাক সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেয় ভারত।# 

পার্সটুডে/মূসা রেজা/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।