অসমে বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে, পাশে থাকার আশ্বাস মোদির, ‘আমসু’র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i81579-অসমে_বন্যায়_মৃতের_সংখ্যা_বাড়ছে_পাশে_থাকার_আশ্বাস_মোদির_আমসু’র_প্রতিক্রিয়া
ভারতের অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে ফোন করে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি আজ (রোববার) রাজ্যে করোনা পরিস্থিতি এবং বাঘজান তৈলখনির আগুন সম্পর্কেও খবর নিয়ে রাজ্যবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
জুলাই ১৯, ২০২০ ১৯:৩৪ Asia/Dhaka

ভারতের অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে ফোন করে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি আজ (রোববার) রাজ্যে করোনা পরিস্থিতি এবং বাঘজান তৈলখনির আগুন সম্পর্কেও খবর নিয়ে রাজ্যবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে অসমের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। বন্যা পরিস্থিতির পাশাপাশি রাজ্যের কোভিড সংক্রমণ ও বাঘজান তৈলখনির আগুন সম্পর্কেও খবর নেন। রাজ্যের মানুষের প্রতি সভানুভূতি প্রকাশ করে প্রধানমন্ত্রী তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’

অসমে বন্যাজনিত কারণে এ পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮১ জন বন্যার কবলে মারা গেছেন এবং ২৬ জন ভূমিধসে প্রাণ হারিয়েছেন। রাজ্যটির ৩৩ জেলার মধ্যে ২৭ জেলায় বন্যার কারণে কমপক্ষে ৪৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সোনোয়াল ও মোদি

এ সম্পর্কে অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন (আমসু)-এর মুখ্য উপদেষ্টা আজিজুর রহমান আজ (রোববার) রেডিও তেহরানকে বলেন, ‘আমাদের আসামে যে বানপানি বন্যা, বন্যার মরশুম এলে এঁদের সবার মনে পড়ে। প্রধানমন্ত্রীর মনে পড়ে, মুখ্যমন্ত্রীর মনে পড়ে, অন্যান্য বিভিন্ন নেতা বা পানি নেতা তাঁদের মনে পড়ে! কিন্তু যখন শুকনো মরশুম থাকে, তখন বন্যা  কীভাবে বিজ্ঞানভিত্তিক উপায়ে প্রতিরোধ করা যাবে তা না ভেবে সবাই ঘুমিয়ে থাকে।’

তিনি বলেন, ‘মানুষের ঘরে যখন বন্যা ঢোকে তখন সবাই সহানুভূতি দেখায়, দয়া দেখায়, কত আদর দেখায়, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেয়। কিন্তু আমাদের কথা হল আসামের বন্যা সমস্যা একদিনের সমস্যা নয়। এটা অনেক পুরোনো সমস্যা। প্রধানমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা দাবি জানাই অসমের বন্যার বিষয়টি তদন্ত করা হোক। কীভাবে আমরা এই বন্যা সমস্যাকে চিরতরে প্রতিরোধ করতে পারি তা দেখা হোক।’

আমসু উপদেষ্টা আজিজুর রহমান

‘আমসু’ নেতা আজিজুর রহমান আরও বলেন, ‘সরকার যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ‘আইআইটি’, ‘আইআইএম’ এর ছাত্র বা অধ্যাপকদের দিয়ে বিজ্ঞানভিত্তিক তদন্ত করায় এবং তারা যে রিপোর্ট দেবেন তার ভিত্তিতে যদি ওই সমস্যা সমাধানের উদ্যোগ নেয় তাহলে আমাদের মনে হয় আগামী ১/২ বছরের মধ্যে বন্যা সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সরকার আজ পর্যন্ত এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে নি।’

যতদিন পর্যন্ত বিজ্ঞানভিত্তিক উপায়ে বন্যা প্রতিরোধের চেষ্টা না করা হবে ততদিন এই সমস্যা থাকবে বলেও ‘আমসু’ নেতা আজিজুর রহমান মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এনএম/এআর/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।