করোনা ভ্যাকসিনের বিরোধিতাকারীরা পাকিস্তানে চলে যাক: সঙ্গীত সোম
https://parstoday.ir/bn/news/india-i86004-করোনা_ভ্যাকসিনের_বিরোধিতাকারীরা_পাকিস্তানে_চলে_যাক_সঙ্গীত_সোম
ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সংগীত সোম করোনা ভ্যাকসিনের বিরোধিতাকারীদের পাকিস্তানি মানসিকতার বলে অভিহিত করে তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন। আজ (বুধবার) সঙ্গীত সোমের এ ধরণের মন্তব্য প্রকাশ্যে এসেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ১৩, ২০২১ ১৯:৫৪ Asia/Dhaka
  • ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সংগীত সোম
    ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সংগীত সোম

ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সংগীত সোম করোনা ভ্যাকসিনের বিরোধিতাকারীদের পাকিস্তানি মানসিকতার বলে অভিহিত করে তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন। আজ (বুধবার) সঙ্গীত সোমের এ ধরণের মন্তব্য প্রকাশ্যে এসেছে।

গণমাধ্যমে প্রকাশ, গতকাল (মঙ্গলবার) ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়া সংগীত সোম বলেন, দেশ করোনাকালের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে। এখন ভ্যাকসিন চলে এসেছে। কিছু লোক ওই ভ্যাকসিনের বিরোধিতা করছে। যারা করোনা ভ্যাকসিনের বিরোধিতা করছেন তাদের পাকিস্তানি মানসিকতা রয়েছে। তাদের উচিত পাকিস্তানে চলে যাওয়া।   

সঙ্গীত সোম বিতর্কিত মন্তব্য করে বলেন, ‘দুর্ভাগ্যক্রমে কিছু মুসলিম, দেশকে বিশ্বাস করে না। তারা দেশের বিজ্ঞানী, পুলিশ এবং প্রধানমন্ত্রীকে ভরসা করেন না। যদি তাদের আস্থা পাকিস্তানে থাকে তবে তাদের উচিত পাকিস্তানে চলে যাওয়া।’ 

তিনি আরও বলেন, ‘এটা বিজেপি সরকার। এতে কাউকে ভয় পাওয়ার দরকার নেই। গুন্ডাদের কারাগারে প্রেরণ করা হয়েছে অথবা তারা রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। মায়াবতী এবং অখিলেশের সরকারে পুলিশ ও গুন্ডাদের জোট ছিল। এই সরকারের  ক্ষেত্রে এটা হয় না। গুন্ডারা গুলি করলে পুলিশ জবাব দেয়। এনকাউন্টার নিয়ে প্রশ্ন করা লোকেরা ক্ষুদ্র মানসিকতার।’

তার দাবি, আমাদের প্রধানমন্ত্রী যে দেশে যান, সেই দেশ ধন্য হয়ে যায়। আমাদের সরকার আরও ৩৫ বছর ক্ষমতায় থাকবে বলেও বিজেপি বিধায়ক সঙ্গীত সোম মন্তব্য করেন।#  

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৩   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।