নয়া কৃষি আইন দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে: ভারতের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/india-i86566-নয়া_কৃষি_আইন_দেশকে_উন্নতির_দিকে_নিয়ে_যাবে_ভারতের_প্রেসিডেন্ট
ভারতের কেন্দ্রীয় কৃষি আইন ঐতিহাসিক এবং নয়া কৃষি আইন দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। তিনি আজ (শুক্রবার) সংসদের বাজেট অধিবেশনের সূচনায় যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৯, ২০২১ ১৭:৩৮ Asia/Dhaka
  • ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ
    ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ

ভারতের কেন্দ্রীয় কৃষি আইন ঐতিহাসিক এবং নয়া কৃষি আইন দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। তিনি আজ (শুক্রবার) সংসদের বাজেট অধিবেশনের সূচনায় যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

রামনাথ কোবিন্দ বলেন, ‘দেশের কৃষকদের কথা ভেবেই নয়া তিনটি কৃষি আইন এনেছে কেন্দ্রীয় সরকার। দেশের অধিকাংশ কৃষকই তেমন কোনও সুবিধা পান না। কৃষি ক্ষেত্রে উন্নতি করতে হলে দেশের ক্ষুদ্র কৃষকদের প্রতি নজর দিতে হবে। সরকারের আনা নয়া ওই আইন দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে। কৃষকদের হাতে আসবে একাধিক অধিকার। ওই আইনের ফলে কয়েক কোটি কৃষক এর সুফল পাবেন। উপকৃত হবেন সাধারণরাও।’

প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত ভারতীয় সেনা জওয়ানদের কথা স্মরণ করে বলেন, ‘২০২০ সালের জুন আমাদের ২০ সেনা মাতৃভূমি রক্ষার জন্য গালওয়ান উপত্যকায় তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন। প্রত্যেক দেশবাসী এই শহীদদের প্রতি কৃতজ্ঞ। আমার সরকার দেশের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং সতর্কও। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের সার্বভৌমত্ব রক্ষায় অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে।’

রামনাথ কোবিন্দ আরও বলেন, ‘প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতার উপরে সরকার জোর দিচ্ছে। কিছুদিন আগে, সরকার ‘এইচএএল’কে ৮৩ টি দেশীয় যুদ্ধবিমান তেজস তৈরির অর্ডার দিয়েছে। আমরা গর্বিত যে ‘ইসরো’র বিজ্ঞানীরা চন্দ্রযান -৩, গগণযান এবং ছোট উপগ্রহ লঞ্চ যানের মতো গুরুত্বপূর্ণ মিশনে কাজ করছেন।’

কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদ এবং কৃষকদের কলুষিত করার চেষ্টার প্রতিবাদে এবারের বাজেট অধিবেশনের আগে প্রেসিডেন্টের ভাষণ বয়কট করেছে মোট ১৯টি বিরোধী দল। যারফলে আজ সংসদের অধিবেশন ছিল কার্যত বিরোধী শূন্য।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।