আহমদাবাদের নাম কর্ণাবতী, হায়দ্রাবাদের নাম ভাগ্যনগর করার দাবি আরএসএস’র
https://parstoday.ir/bn/news/india-i9469-আহমদাবাদের_নাম_কর্ণাবতী_হায়দ্রাবাদের_নাম_ভাগ্যনগর_করার_দাবি_আরএসএস’র
ভারতের বিভিন্ন শহরের নাম গেরুয়াকরণ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দিল্লিতে আওরঙ্গজেব রোডের নাম পরিবর্তন এবং হরিয়ানায় গুরগাঁওয়ের পরিবর্তনের পর এবার আহমদাবাদ, হায়দ্রাবাদ, আওরঙ্গাবাদের মতো শহরের নাম পরিবর্তন করার দাবি জানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৬, ২০১৬ ১৬:২৪ Asia/Dhaka
  • আহমদাবাদের নাম কর্ণাবতী, হায়দ্রাবাদের নাম ভাগ্যনগর করার দাবি আরএসএস’র

ভারতের বিভিন্ন শহরের নাম গেরুয়াকরণ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দিল্লিতে আওরঙ্গজেব রোডের নাম পরিবর্তন এবং হরিয়ানায় গুরগাঁওয়ের পরিবর্তনের পর এবার আহমদাবাদ, হায়দ্রাবাদ, আওরঙ্গাবাদের মতো শহরের নাম পরিবর্তন করার দাবি জানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস।

সঙ্ঘ পরিবারের পক্ষ থেকে অবশ্য ঐতিহাসিক ওইসব নাম পরিবর্তন করে কী নাম হবে তারও পরামর্শ দিয়েছে। সংঘের দাবি, আহমদাবাদের নাম পরিবর্তন করে কর্ণাবতী, হায়দ্রাবাদের নাম ভাগ্যনগর এবং আওরঙ্গাবাদের নাম শাম্ভাজি নগর করতে হবে।

এর আগে হরিয়ানার গুরগাঁওয়ের নাম পরিবর্তন করে গুরুগ্রাম করার জন্য চাপ সৃষ্টি করেছিল আরএসএস। এভাবে নাম পরিবর্তনের মাধ্যমে ভারতের ইতিহাস পুনরায় লেখার চেষ্টা হচ্ছে এবং আরএসএস এ নিয়ে সাংস্কৃতিক চাপ সৃষ্টি করতে চাচ্ছে বলে সমালোচকরা মনে করছেন।

আরএসএস নেতারা মনে করছেন- ওইসব শহরের নামের মধ্যে নিজেদের ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট থাকা উচিত। সংগঠনের এক শীর্ষ নেতা বলেন, ‘আমরা শহরের পুরোনো এবং ঐতিহাসিক নামে ডাকি, অনুপ্রবেশকারীদের দেয়া নামে নয়। একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের নিজেদের সংস্কৃতি নিয়ে গর্ব করা উচিত।’

আরএসএসের পক্ষ থেকে বিভিন্ন শহরের নাম পাল্টানোর তালিকায় কেরালার নামও রয়েছে। কেরালার পরিবর্তে কেরলম করার প্রস্তাব দিয়েছে তারা।

আরএসএস নেতারা এভাবে দাবি করলেও বাংলা বিভাগের কারিগর লর্ড কার্জনের নামে সড়ক, সিপাহী বিদ্রোহ দমনকারী লর্ড ক্যানিংয়ের নামে সড়ক ইত্যাদিতে তাদের বিশেষ মাথাব্যথা নেই।

হিন্দুত্ববাদীরা দিল্লিতে আকবর রোডের নাম পরিবর্তনের দাবি তুলেছেন। যদিও তার নবরত্নদের মধ্যে তানসেন মার্গ, বীরবল মার্গ, মান সিংহ রোড, টোডরমল রোড বহাল তবিয়তে অবস্থান করছে।

জয় সিংহ রোড, পৃথ্বীরাজ রোড, কৌটিল্য মার্গ, অশোক রোড, নেতাজি রোড, রাণী ঝাঁসি রোড, সরদার প্যাটেল রোড, তিলক মার্গ, বাবা খড়্গ সিং মার্গ ইত্যাদি নামেরও বিশেষ অভাব নেই। বিদেশি ব্যক্তিত্বদের নামে সড়কেরও অভাব নেই ভারতে। নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে হো চি মিন রোড, ম্যাক্সমুলার রোড প্রভৃতি নামও রয়েছে।

যদিও সুব্রমনিয়াম স্বামী, মনোহরলাল খাট্টারের মতো হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের নজর আকবর রোড, তুঘলক রোড, শের শাহ রোড, সফদর জঙ্গ রোড, শাহজাহান রোড, হুমায়ূন রোড, ফিরোজ শাহ রোড, বাবর রোড, বাহাদুর শাহ জাফর রোড ইত্যাদির দিকেই।

আরএসএসের দাবি, আহমদাবাদের নাম কর্ণাবতী করতে হবে। কারণ, ১১ শতকে নাকি করণ দেব এই শহরের নামকরণ করেছিলেন। একইভাবে আওরঙ্গাবাদের নাম পরিবর্তন করে শিবাজির ছেলে সাম্ভাজির নামে করার দাবি করেছে তারা। অন্যদিকে, হায়দ্রাবাদ শহরের নাম পরিবর্তন করে হিন্দু দেবী ভাগ্যলক্ষ্মীর নাম অনুসারে ভাগ্যনগর করার কথা বলেছে আরএসএস। #

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬