কৃষকদের উপরে পুলিশের লাঠিচার্জ
আমাদের খালিস্তানি বললে আমরা আপনাদের 'সরকারি তালেবান বলব: রাকেশ টিকায়েত
-
রাকেশ টিকায়েত
ভারতের হরিয়ানার কারনালে সম্প্রতি কৃষকদের উপরে পুলিশের লাঠিচার্জ ইস্যুতে ভারতীয় কিষান ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েত বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, 'আপনারা যদি আমাদের খালিস্তানি বলেন, আমরা আপনাকে সরকারি তালেবান বলব।' হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’ ওই তথ্য জানিয়েছে।
সম্প্রতি কৃষক আন্দোলনকে কটাক্ষ করে সরকারপক্ষের কেউ কেউ ওই আন্দোলনের নেপথ্যে 'বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি সংগঠনের হাত রয়েছে' বলে মন্তব্য করলে বিতর্ক সৃষ্টি হয়।
হরিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আয়ুশ সিনহা যিনি সম্প্রতি আন্দোলনরত কৃষকদের প্রতিবাদ আন্দোলন রুখতে পুলিশকে লাঠিচার্জ করে মাথা ফাটানোর নির্দেশ দেন বলে অভিযোগ উঠেছে। তাঁর সম্পর্কে কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, তিনি আরএসএসের একজন মানুষ এবং ‘আইএএস’ হয়েছেন। 'সরকারি তালেবান' দেশে প্রবেশ করেছে।
কৃষক নেতা রাকেশ টিকায়েত রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, আপনার তালেবান কমান্ডার কারনালে আছেন এবং কৃষকরা তাকে ক্ষমা করবেন না। সরকার এই আন্দোলনে গণহত্যা চালাতে চেয়েছিল বলেও কিষান ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েত মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার লাঠি ব্যবহার করে ঠিক করেনি এবং এটি ভোলা যাবে না। আমরা আমাদের জীবন যুদ্ধ করেছি। তুমি না ব্রিটিশদের বিরুদ্ধে, না মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছ। এরপরে তিনি আরএসএসকে টার্গেট করেন। তিনি বলেন, ‘আপনারা তো গান্ধীজির হত্যাকারীকে (নাথুরাম গডসে) পুজো করেন। তাঁর সঙ্গে কী সম্পর্ক? এই আরএসএস লোকেরা চায় গডসের মন্দির তৈরি হোক। এটা কী ধরনের জাতীয়তাবাদ? প্রসঙ্গত, আইএএস কর্মকর্তা আয়ুশ সিনহা, যিনি কৃষকদের মাথা ফাটানোর নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে, তাকে অন্যত্র বদলি করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।