উত্তর প্রদেশের লখিমপুরের ঘটনায় দোষীদের ফাঁসির সাজা হওয়া উচিত
https://parstoday.ir/bn/news/india-i98306-উত্তর_প্রদেশের_লখিমপুরের_ঘটনায়_দোষীদের_ফাঁসির_সাজা_হওয়া_উচিত
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত উত্তর প্রদেশের লখিমপুরের সহিংস ঘটনায় দোষীদের ফাঁসির সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ০৬, ২০২১ ১৯:২২ Asia/Dhaka
  • উত্তর প্রদেশের লখিমপুরের ঘটনায় দোষীদের ফাঁসির সাজা হওয়া উচিত

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত উত্তর প্রদেশের লখিমপুরের সহিংস ঘটনায় দোষীদের ফাঁসির সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

উত্তর প্রদেশের লখিমপুরে গত (রোববার) কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের গাড়ি চাপায় আন্দোলনরত ৪ কৃষকের   মর্মান্তিক মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র পাল্টা সহিংসতায় আরও ৪ জন নিহত হয়। কৃষকরা কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এ প্রসঙ্গে আজ বিজেপি নেতা সব্যসাচী দত্ত বলেন, ‘লখিমপুরের ঘটনা খুব দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। যে বা যারাই এটা করে থাকুক তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি এবং তাদের একটাই শাস্তি হওয়া উচিত ফাঁসি। লখিমপুরে যা হয়েছে সেখানে আমার মনে হয় সেই রাজ্য ও দেশের একটা কলঙ্কময় দিন।’

এদিকে, লখিমপুরের ঘটনা নিয়ে রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনা করে সব্যসাচী দত্ত বলেন, ‘কোনও আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য এটা পদ্ধতি হতে পারে না। এটা  গণতান্ত্রিক দেশ, এটা তো আফগানিস্তানের তালিবান নয়।’  

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন, ‘উত্তর প্রদেশের লখিমপুরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে।’ বিরোধী নেতা-নেত্রীদের লখিমপুরে যেতে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ ওই মন্তব্য করেন। তিনি বলেন, এ রাজ্যেও অনেক জায়গায় বিজেপি নেতা-নেত্রীদের যেতে দেওয়া হয় না।

২০১৯ সালে বিধাননগরের সাবেক মেয়র ও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত  বিজেপিতে যোগ দিয়েছিলেন। রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক সাফল্যের পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অনেক  নেতা ফের পুরানো দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ এরইমধ্যে পুরোনো দলে ফিরেও এসেছেন। এই অবস্থায় সব্যসাচীর আজকের  মন্তব্যে তাঁর তৃণমূলে ফেরার জল্পনা বেড়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।