কলেজে গরবা অনুষ্ঠান আয়োজনে ‘লাভ জিহাদ’ ছড়ানোর অভিযোগ, ৪ মুসলিম ছাত্র গ্রেফতার
https://parstoday.ir/bn/news/india-i98992-কলেজে_গরবা_অনুষ্ঠান_আয়োজনে_লাভ_জিহাদ’_ছড়ানোর_অভিযোগ_৪_মুসলিম_ছাত্র_গ্রেফতার
ভারতের ইন্দৌরের গান্ধীনগরে গতসপ্তাহে নবরাত্রি উৎসবের সময় একটি বেসরকারি কলেজ আয়োজিত গরবা অনুষ্ঠানকে কেন্দ্র করে কথিত ‘লাভ জিহাদ’ ছড়ানোর অভিযোগে ৪ মুসলিম ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ২২, ২০২১ ১৮:২৯ Asia/Dhaka
  • কলেজে গরবা অনুষ্ঠান আয়োজনে ‘লাভ জিহাদ’ ছড়ানোর অভিযোগ, ৪ মুসলিম ছাত্র গ্রেফতার

ভারতের ইন্দৌরের গান্ধীনগরে গতসপ্তাহে নবরাত্রি উৎসবের সময় একটি বেসরকারি কলেজ আয়োজিত গরবা অনুষ্ঠানকে কেন্দ্র করে কথিত ‘লাভ জিহাদ’ ছড়ানোর অভিযোগে ৪ মুসলিম ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

আজ (শুক্রবার) ‘টু সার্কেল ডট নেট’ গণমাধ্যমে প্রকাশ, ওই ঘটনায় কিছু হিন্দু সংগঠনের লোকজন সেখানে পৌঁছে প্রচুর হট্টগোল সৃষ্টি করতে থাকে। তারা অ-হিন্দু ছেলেদের কর্মসূচিতে আসতে আপত্তি জানান এবং ওই অনুষ্ঠান বন্ধ করতে বলেন। যখন বিষয়টি আরও বেড়ে যায়, পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে হিন্দু সংগঠনের অভিযোগের ভিত্তিতে চার জন ছেলেকে থানায় নিয়ে যায়। এর পাশাপাশি, অনুষ্ঠানের আয়োজক অক্ষয় তিওয়ারির বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে।

গ্রেফতার হওয়া ৪ ছাত্রের মধ্যে অন্যতম হলেন আদনান শাহও ছিলেন। তাঁর চাচা সাজিদ শাহ আদনানের উপর অত্যাচারের বিষয়ে ১১ অক্টোবর একটি ভিডিও বার্তা প্রকাশ করে তাকে বলতে দেখা যায়, ‘আমার নাম সাজিদ শাহ। আমি ইন্দৌর গ্রিন পার্কে থাকি। আমার ভাতিজার সাথে একটা ঘটনা ঘটেছে। সে অক্সফোর্ড কলেজে পড়াশোনা করে। তার কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল গরবা অনুষ্ঠান। আমাদের ভাতিজাও এতে অংশ নিয়েছিল। এ সময়ে কিছু অসামাজিক লোক সেখানে পৌঁছয়।  তারা ছেলেদের ধরে আটকে রেখে বলে, এই লোকেরা ‘লাভ জিহাদ’  করছে। ভারতের সংবিধান কী কোনো মুসলিম সন্তানকে কলেজের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি দেয় না?’      

গণমাধ্যমে প্রকাশ, পুলিশ চারজন মুসলিমের বিরুদ্ধে ১৮৮ এবং ১৫১ ধারায় মামলা দায়ের করেছে। অন্যদিকে, সংগঠক অক্ষয় তিওয়ারির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুসারে মামলা করা হয়েছে। চার ছাত্রের মধ্যে আদনান শাহ ছাড়াও ছিলেন কাদির মনসুরি, উমর খালিদ এবং সৈয়দ সাকিব নামে একজন।    

পুলিশের এক কর্মকর্তা বিষয়টিকে সরাসরি অস্বীকার করেন এবং বলেন যে এর মধ্যে কোনো ‘লাভ জিহাদ’-এর অ্যাঙ্গেল নেই। তিনি একটি বিশেষ  ধর্মের কারণে গ্রেফতারের খবরকে ভুল বলে অভিহিত করেছেন। পুলিশের ওই কর্মকর্তা হিন্দু সংগঠনের লোকদের অভিযোগের ভিত্তিতে মুসলিম যুবকদেরকে গরবা অনুষ্ঠান থেকে ধরার কথাও উল্লেখ করেননি। কিন্তু ১২  অক্টোবর, চার যুবক ৫০ হাজার টাকার জামিন মুচলেকা দিয়ে মুক্তি পায় বলে আজ ‘টু সার্কেল ডট নেট’ গণমাধ্যম জানিয়েছে।#

 

পার্সটুডে/বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।