শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি বললেন
'পেট্রোলিয়াম পণ্যের দাম ৫০ টাকার নীচে আনতে হলে বিজেপিকে পরাজিত করতে হবে'
-
ভারতে শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি
ভারতে শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি বলেছেন, পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি ৫০ টাকার নীচে আনতে হলে বিজেপিকে সম্পূর্ণভাবে পরাজিত করতে হবে। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ খুবই বিপর্যস্ত। তিনি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর পরে আজ শিবসেনার সিনিয়র নেতা সঞ্জয় রাউত কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করেছেন। গণমাধ্যমের সাথে কথা বলার সময়, শিবসেনা নেতা ও রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত এমপি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, লিটার প্রতি ১০০ টাকার উপরে জ্বালানি তেলের দাম বাড়াতে খুব কঠোর হতে হয়।
তিনি বলেন, উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পরে কেন্দ্রীয় সরকার প্রতি লিটার পেট্রোলের দাম ৫ টাকা কমিয়েছে। দাম ৫০ টাকার নীচে আনতে গেলে বিজেপিকে সম্পূর্ণভাবে পরাজিত করতে হবে।
সঞ্জয় রাউত আরও বলেন, দীপাবলি উৎসব উদযাপনের জন্য লোকেদের ঋণ নিতে হয়েছে এবং মুদ্রাস্ফীতির কারণে কোনও উৎসবের পরিবেশ নেই।
প্রসঙ্গত, মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে গতকাল (বুধবার) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পরে, কেন্দ্রীয় সরকার লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের উপরে আবগারি শুল্ক যথাক্রমে ৫ টাকা ও ১০ টাকা কমিয়েছে। এর আগে অবশ্য দেশজুড়ে উপনির্বাচনে কিছুটা ধাক্কা খেয়েছে বিজেপি। #
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।