লক্ষ্য আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতার রূপরেখা নির্ধারণ
https://parstoday.ir/bn/news/iran-i100330-লক্ষ্য_আইএইএ’র_সঙ্গে_ইরানের_সহযোগিতার_রূপরেখা_নির্ধারণ
ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে এদেশের আণবিক শক্তি সংস্থার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে তেহরান সফরে এসেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৩, ২০২১ ০৭:১০ Asia/Dhaka
  • তেহরান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গ্রোসির (ডানে) সঙ্গে কথা বলছেন কামালবান্দি
    তেহরান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গ্রোসির (ডানে) সঙ্গে কথা বলছেন কামালবান্দি

ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে এদেশের আণবিক শক্তি সংস্থার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে তেহরান সফরে এসেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়ে বলেছে, গ্রোসি সোমবার রাতে তেহরানে পৌঁছেন এবং তেহরান বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি। এ সফরে গ্রোসি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রাফায়েল গ্রোসির এবারের তেহরান সফরে তার সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতার একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারিত হবে বলে কথা রয়েছে।

আইএইএ’র মহাপরিচালক সোমবার তেহরানের উদ্দেশ্যে ভিয়েনা ত্যাগ করার আগে এক টুইটার বার্তায় বলেন, তার এ সফরের মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আইএইএ’র পরিদর্শন কাজগুলো আবার চালু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

এদিকে গ্রোসির তেহরান সফরকে সামনে রেখে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইরান সব সময় আইএইএ’র সঙ্গে সহযোগিতাকে এই সংস্থার আইন অনুযায়ী কারিগরি বিষয়ে সীমাবন্ধ রাখার চেষ্টা করেছে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।