ইরানের সঙ্গে যৌথ মহড়া চালাতে প্রস্তুত রাশিয়া ও চীন
(last modified Mon, 29 Nov 2021 07:35:29 GMT )
নভেম্বর ২৯, ২০২১ ১৩:৩৫ Asia/Dhaka
  • রিয়ার এডমিরাল শাহরাম ইরানি
    রিয়ার এডমিরাল শাহরাম ইরানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, তার দেশের সঙ্গে রাশিয়া ও চীন যৌথ নৌ-মহড়া চালাতে প্রস্তুত রয়েছে।

গতকাল (রোববার) ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

অ্যাডমিরাল শাহরাম বলেন, ইরানি নৌবাহিনী চলতি বছর মহড়া চালাবে এবং তাতে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে চীন এবং রাশিয়া এ পর্যন্ত মহড়ায় যোগ দেয়ার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে।

তিনি বলেন, বিদেশি সামরিক বাহিনীর সঙ্গে ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন শাখা মহড়া চালাবে।

তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিভান জাগরিয়ান গত আগস্ট মাসে জানিয়েছিলেন, ২০২১ সালের শেষের দিকে অথবা ২০২২ সালের প্রথমদিকে ইরান, রাশিয়া ও চীন পারস্য উপসাগরের যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ