চীন সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী; আলোচনা হবে কৌশলগত চুক্তির বাস্তবায়ন নিয়ে
https://parstoday.ir/bn/news/iran-i102508-চীন_সফরে_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী_আলোচনা_হবে_কৌশলগত_চুক্তির_বাস্তবায়ন_নিয়ে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পূর্ব ও পশ্চিম এশিয়ার দুই বৃহৎ সভ্যতা ইরান ও চীনের মধ্যে ঐতিহাসিকভাবেই দৃঢ় ও স্থিতিশীল সম্পর্ক বিরাজ করছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ১৪, ২০২২ ১৮:৪৯ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পূর্ব ও পশ্চিম এশিয়ার দুই বৃহৎ সভ্যতা ইরান ও চীনের মধ্যে ঐতিহাসিকভাবেই দৃঢ় ও স্থিতিশীল সম্পর্ক বিরাজ করছে।

তিনি আজ (শুক্রবার) চীনে পৌঁছে এই মন্তব্য করেছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান ও চীন বর্তমানে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ৫১তম বার্ষিকী উদযাপন করছে। এর মধ্যদিয়ে দুই দেশের সম্পর্কে নয়া অধ্যায়ের সূচনা হচ্ছে।

তিনি বলেন, চীনা কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাতের ফলে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। নয়া দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

ওমান ও কাতার সফর শেষে আজ চীন সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ২৫ বছর মেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে। গত বছর দুই দেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।