আমেরিকার সঙ্গে যোগাযোগের পদ্ধতিতে পরিবর্তনের জন্য যে শর্ত দিল ইরান
(last modified Tue, 25 Jan 2022 12:09:18 GMT )
জানুয়ারি ২৫, ২০২২ ১৮:০৯ Asia/Dhaka
  • আলী শামখানি
    আলী শামখানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ভালো কোনো সমঝোতা অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কেবল আমেরিকার সঙ্গে যোগাযোগের বর্তমান পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। তিনি আজ (মঙ্গলবার) এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।

আলী শামখানি আরও বলেছেন, বর্তমানে আমেরিকার প্রতিনিধিদলের সঙ্গে ইরানের সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। অনানুষ্ঠানিক পেপারের মাধ্যমে ভিয়েনায় অবস্থানরত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে একটা যোগাযোগ রয়েছে। এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন হয়নি এবং হবেও না।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় ৪+১ গ্রুপের সঙ্গে সরাসরি আলোচনা হচ্ছে। কিন্তু আমেরিকার সঙ্গে সরাসরি কোনো আলোচনা নেই। আমেরিকার সঙ্গে অনানুষ্ঠানিক কাগজপত্র, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপ-প্রধান এনরিক মোরা এবং পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী আরও একটি-দু'টি দেশের মাধ্যমে যোগাযোগ হচ্ছে।

তিনি আরও বলেন, মার্কিন প্রতিনিধিরা সমঝোতা ইস্যুতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে বারবার আগ্রহ দেখাচ্ছে। বাস্তবায়নের গ্যারান্টিযুক্ত একটি ভালো পরমাণু সমঝোতায় পৌঁছার বিষয়টি নিশ্চিত হলে সেক্ষেত্রে ইরান কোনো একটা পর্যায়ে এ নিয়ে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান।

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ