বিরতির পর পুনরায় আলোচনা শুরু; ভিয়েনায় পৌঁছেছেন ইরানের আলোচক দল
https://parstoday.ir/bn/news/iran-i103570-বিরতির_পর_পুনরায়_আলোচনা_শুরু_ভিয়েনায়_পৌঁছেছেন_ইরানের_আলোচক_দল
পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনায় যোগ দিতে আবারও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছেছেন ইরানের আলোচক দল। এর নেতৃত্বে রয়েছেন আলী বাকেরি কানি। একটি সূত্র জানিয়েছে, ভিয়েনায় আজই পুনরায় আলোচনা শুরু হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১৯:১৪ Asia/Dhaka
  • বাকেরি কানি
    বাকেরি কানি

পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনায় যোগ দিতে আবারও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছেছেন ইরানের আলোচক দল। এর নেতৃত্বে রয়েছেন আলী বাকেরি কানি। একটি সূত্র জানিয়েছে, ভিয়েনায় আজই পুনরায় আলোচনা শুরু হয়েছে।

কয়েক দিনের বিরতির পর আবারও এ আলোচনায় ফিরেছেন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। এ সময়ের মধ্যে সব দেশের আলোচকেরাই নিজ নিজ দেশ সফর করেছেন এবং নিজ দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেছেন।

গত ডিসেম্বরে ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়। ভিয়েনা আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা জানিয়েছেন।

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরানের পরমাণু সমঝোতা সই হলেও তা থেকে অন্যায়ভাবে বেরিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় দেশগুলোও পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করেনি।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।