ওমানের সঙ্গে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চায় তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i103630-ওমানের_সঙ্গে_অগ্রাধিকারভিত্তিক_বাণিজ্য_চায়_তেহরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বাণিজ্যমন্ত্রী রেজা ফাতেমি আমিন জানিয়েছেন, ওমানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে তার সরকার। গতকাল (বুধবার) ওমানের রাজধানী মাসকাটে দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী কায়িস আল-ইউসুফের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দেন ইরানি মন্ত্রী।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১১:৫৩ Asia/Dhaka
  • ওমান ও ইরানের বৈঠক
    ওমান ও ইরানের বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বাণিজ্যমন্ত্রী রেজা ফাতেমি আমিন জানিয়েছেন, ওমানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে তার সরকার। গতকাল (বুধবার) ওমানের রাজধানী মাসকাটে দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী কায়িস আল-ইউসুফের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দেন ইরানি মন্ত্রী।

তিনি বলেন, ইরান এবং ওমানের মধ্যকার প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বন্ধুপ্রতিম দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক অনেক বেশি জোরদার করবে। সম্ভাব্য চুক্তির জন্য ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন হবে এবং ওমান কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। সেখানে অগ্রাধিকারমূলক বাণিজ্যের আওতায় যে সমস্ত পণ্য থাকবে তার তালিকা উপস্থাপন করা হবে।
যে সমস্ত দেশের মধ্যে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট রয়েছে তারা কিছু কিছু পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে অথবা শুল্ক কমিয়ে দেয়।
বর্তমানে বিশ্বের ছয়টি দেশের সঙ্গে ইরানের প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট রয়েছে। এছাড়া, রাশিয়ার নেতৃত্বাধীন ইএইইউ'র সঙ্গেও এই চুক্তি বলবৎ আছে।
গত মঙ্গলবার ফাতেমি আমিন ওমান সফরে যান। তার আগে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করেন। এসব সফরকে তিনি সফল বলে উল্লেখ করেছেন। ফাতেমি আমিন বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির প্রশাসন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর যে আগ্রহ প্রকাশ করেছিল তার অংশ হিসেবে এসব সফর করা হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন