ভিয়েনায় নির্ভরযোগ্য চুক্তির ভাগ্য নির্ভর করছে আমেরিকার ওপর
https://parstoday.ir/bn/news/iran-i103838-ভিয়েনায়_নির্ভরযোগ্য_চুক্তির_ভাগ্য_নির্ভর_করছে_আমেরিকার_ওপর
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নির্ভরযোগ্য কোনো পরমাণু চুক্তি হবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমেরিকার রাজনৈতিক সদিচ্ছার ওপর।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১৬:৪৬ Asia/Dhaka
  • ভিয়েনা আলোচনার ফাইল ফটো
    ভিয়েনা আলোচনার ফাইল ফটো

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নির্ভরযোগ্য কোনো পরমাণু চুক্তি হবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমেরিকার রাজনৈতিক সদিচ্ছার ওপর।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি আজ (সোমবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে একথা বলেছেন

তিনি বলেন, ভিয়েনা আলোচনা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে নিশ্চিতভাবে একটি চুক্তির ঘোষণা দেয়া যায় এবং এ নিয়ে কোনো জল্পনার প্রয়োজন নেই। এক্ষেত্রে আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্তই হলো আসল কথা যার পরিপ্রেক্ষিতে চুক্তির পক্ষগুলো সন্তুষ্ট হতে পারে অথবা এই আলোচনা ভেঙে যেতে পারে

আলী শামখানি

গতকাল আকস্মিকভাবে গুজব ছড়িয়ে পড়ে যে, পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে ইরান এবং আমেরিকার মধ্যে সরাসরি আলোচনা হতে যাচ্ছে। তবে ভিয়েনা সংলাপের সঙ্গে সম্পর্কযুক্ত কয়েকটি সূত্র এই গুজব নাকচ করে দিয়েছে।

ইরান সবসময় আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা জোরালোভাবে নাকচ করে এসেছে। তেহরান বলছে, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে তারা এখন আর এই সমঝোতার কোনো পক্ষ নয় এবং পরমাণু সমঝোতায় ফিরে না আসা পর্যন্ত ওয়াশিংটন ভিয়েনা সংলাপে অংশ নিতে পারে না। ইরানের এই বক্তব্য মেনে নিয়েই এতদিন আলোচনা চলে এসেছে।#

পার্সটুডে/এসআইবি/১৪