'ইসরাইল কখনো এই অঞ্চলে প্রিয়পাত্র হয়ে উঠবে না'
https://parstoday.ir/bn/news/iran-i104254-'ইসরাইল_কখনো_এই_অঞ্চলে_প্রিয়পাত্র_হয়ে_উঠবে_না'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি ইরান বিষয়ে সামান্যতম ভুল করে তাহলে তারা কঠোর জবাবের মুখে পড়বে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৭:০১ Asia/Dhaka
  • জেনারেল শেকারচি
    জেনারেল শেকারচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি ইরান বিষয়ে সামান্যতম ভুল করে তাহলে তারা কঠোর জবাবের মুখে পড়বে।

তিনি বলেন, “আমরা মনে করি না ইহুদিবাদী ইসরাইল এ অঞ্চলে ইরানের জন্য  নিরাপত্তাহীন অবস্থা তৈরি করার ক্ষমতা রাখে। তারপরেও যদি তারা কোনো রকম ভুল করে তাহলে তাৎক্ষণিকভাবে তাদেরকে তার মাশুল দিতে হবে।” ইরানের মেহর নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জেনারেল শেকারচি।

ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে যে জোট গঠনের চেষ্টা চালাচ্ছে সে ব্যাপারেও কথা বলেন ইরানের এই সেনা মুখপাত্র। তিনি বলেন, ইসরাইল যতই চেষ্টা করুক তার প্রচেষ্টা ব্যর্থ হবে এবং তারা একঘরে হয়ে থাকবে।

জেনারেল শেকারচি বলেন, ইসরাইল একঘরে অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এজন্য সে সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। কিন্তু তাদের মনে রাখতে হবে যে, ইহুদিবাদী ইসরাইলকে সবাই ঘৃণা করেন এবং কোনো পরিস্থিতিতে তারা এই অঞ্চলের জনগণের কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে পারবে না; তাদের  নিরাপত্তাও নিশ্চিত হবে না। বরং তারা সবসময় নিরাপত্তাহীন থাকবে। জেনারেল শেকারচি ইসরাইল সরকারকে নরঘাতক, বর্বর এবং হিংস্র প্রকৃতির বলে উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/২৩