ফিলিস্তিনি সাংবাদিক হত্যার বিরুদ্ধে আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের প্রতিক্রিয়া
ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বিশ্ব কার্যক্রম।
এক বিবৃতিতে বলা হয়েছে, আইআরআইবি'র বিশ্ব কার্যক্রম সাংবাদিক শিরিন আবু আকলে হত্যার ঘটনায় স্বাধীনচেতা সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করছে ও সমবেদনা জানাচ্ছে।
বিবৃতিতে বিশ্বের স্বাধীনচেতা ও ন্যায়কামী সাংবাদিকদের প্রশংসা করে বলা হয়, এসব সাংবাদিক বিশ্ববাসীর সামনে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধযজ্ঞ সম্পর্কে সত্য ও সুস্পষ্ট তথ্য তুলে ধরছে। তারা দখলদার শাসকদের অন্যায় তৎপরতার প্রতি উদাসীন নন।
আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার ইসরাইল শুধু সাংবাদিকদেরকেই হত্যা করছে না বরং তারা ডাক্তার ও নার্সসহ অন্যদেরকেও হত্যা করছে যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পুরোপুরি লঙ্ঘন। এরই ধারবাহিকতায় এবার সাংবাদিক শিরিন আবু আকলে-কে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনের সময় গুলি করে হত্যা করা হয়েছে।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিশ্ব কার্যক্রমের সাংবাদিকেরাও দখলদার ইসরাইলের অপরাধযজ্ঞ ও সত্য তুলে ধরতে গিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।