ফিলিস্তিনি সাংবাদিক হত্যার বিরুদ্ধে আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের প্রতিক্রিয়া
(last modified Wed, 11 May 2022 14:10:07 GMT )
মে ১১, ২০২২ ২০:১০ Asia/Dhaka
  • ফিলিস্তিনি সাংবাদিক হত্যার বিরুদ্ধে আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের প্রতিক্রিয়া

ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বিশ্ব কার্যক্রম।

এক বিবৃতিতে বলা হয়েছে, আইআরআইবি'র বিশ্ব কার্যক্রম সাংবাদিক শিরিন আবু আকলে হত্যার ঘটনায় স্বাধীনচেতা সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করছে ও সমবেদনা জানাচ্ছে।

বিবৃতিতে বিশ্বের স্বাধীনচেতা ও ন্যায়কামী সাংবাদিকদের প্রশংসা করে বলা হয়, এসব সাংবাদিক বিশ্ববাসীর সামনে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধযজ্ঞ সম্পর্কে সত্য ও সুস্পষ্ট তথ্য তুলে ধরছে। তারা দখলদার শাসকদের অন্যায় তৎপরতার প্রতি উদাসীন নন।

শিরিন আবু আকলে

 

আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার ইসরাইল শুধু সাংবাদিকদেরকেই হত্যা করছে না বরং তারা ডাক্তার ও নার্সসহ অন্যদেরকেও হত্যা করছে যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পুরোপুরি লঙ্ঘন। এরই ধারবাহিকতায় এবার সাংবাদিক শিরিন আবু আকলে-কে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনের সময় গুলি করে হত্যা করা হয়েছে।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিশ্ব কার্যক্রমের সাংবাদিকেরাও দখলদার ইসরাইলের অপরাধযজ্ঞ ও সত্য তুলে ধরতে গিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।#  

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ