বিদেশী হস্তক্ষেপ আঞ্চলিক সমস্যাকে জটিল করে তুলেছে: প্রেসিডেন্ট রায়িসি
(last modified Thu, 16 Jun 2022 08:34:54 GMT )
জুন ১৬, ২০২২ ১৪:৩৪ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসির সঙ্গে আর্মেনিয়া সংসদ স্পিকারের বৈঠক
    ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসির সঙ্গে আর্মেনিয়া সংসদ স্পিকারের বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, বিদেশি শক্তির উপস্থিতি এবং তাদের হস্তক্ষেপ মধ্যপ্রাচ্য অঞ্চলের বিদ্যমান সমস্যার সমাধান করতে পারবে না বরং তাদের হস্তক্ষেপের কারণে পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে উঠেছে। তিনি জোর দিয়ে বলেছেন, শুধুমাত্র আঞ্চলিক দেশগুলোই সংলাপের মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান করতে পারে।

তিনি বলেন, ভূ-রাজনীতির দৃষ্টিকোণ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উচ্চ সক্ষমতা রয়েছে যা আঞ্চলিক শান্তি এবং কল্যাণ জোরদার করার জন্য ক্ষেত্র প্রস্তুত করছে। এই সহযোগিতা ভারত মহাসাগরের উপকূল থেকে পারস্য উপসাগর হয়ে কৃষ্ণসাগর এবং ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। আর্মেনিয়ার জাতীয় সংসদের স্পিকার অ্যালেন সিমোনিয়ানের সঙ্গে গতকাল (বুধবার) রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রায়িসি।

আঞ্চলিক সমস্ত দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সমর্থন দেয়ায় হচ্ছে ইরানের নীতিগত অবস্থান।

ইব্রাহিম রায়িসি বলেন, কোনো দেশ যদি আঞ্চলিক শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করার জন্য কোনো পরিকল্পনা বা ভূমিকা গ্রহণ করে তাহলে তার প্রতি সমর্থন দেয় ইরান, এটি তার নীতিগত অবস্থান।

প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে ইরান বিশেষভাবে গুরুত্ব দেয়। এরই ধারাবাহিকতায় তেহরান এবং ইয়েরেভান পরিবহন, জ্বালানি. শিল্প এবং রপ্তানি কৌশল ইঞ্জিনিয়ারিং ও কৃষি সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উৎস সক্ষমতা উপভোগ করছে।

তিনি আরো বলেন দু'দেশের মধ্যকার সংসদীয় যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে কার্যকরী এবং গঠনমূলক ভূমিকা রাখতে পারে।

আর্মেনিয়ার সংসদের স্পিকার বলেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং যোগাযোগের সম্পর্ককে আর্মেনিয়া বিশেষভাবে গুরুত্ব দেয়। বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের জন্য দু'দেশের এসব উচ্চ সক্ষমতা ভূমিকা রেখে চলেছে।#

পার্সটুডে/এসআইবি/১৬