ফিলিস্তিনিদের ৬ বাড়ি ধ্বংসের প্রতিক্রিয়া
বর্বরতার মাধ্যমে ধ্বংস ঠেকাতে পারবে না ইসরাইল: ইরানি মুখপাত্র
-
কানয়ানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, বর্বরতার মাধ্যমে বর্ণবাদী ইসরাইল তার ধ্বংস ঠেকাতে পারবে না। এই অনিবার্য পরিণতি থেকে রেহাই পাবে না।
জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের জেরিকো শহরে বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের ছয়টি বাড়ি ধ্বংসের প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন। গতকাল (বুধবার) বিকেলে এই ধ্বংসযজ্ঞ চালায় ইসরাইলি বাহিনী।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র ঐ ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে বলেছেন, পূর্ব জেরিকোতে ইসরাইলি সেনাবাহিনীর তাণ্ডব বর্ণবাদীদের প্রতিদিনের ধ্বংসযজ্ঞ, হত্যা, গুলিবর্ষণ, ধরপাকড় ও নৃশংসতার একটি দৃষ্টান্ত মাত্র। ফিলিস্তিনিদের নিষ্পাপ শিশু, গাছপালা এবং কৃষি জমিও ইসরাইলি বাহিনীর বর্বরতা থেকে মুক্ত নয়।
কানয়ানি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন ও সহযোগিতায় এই বর্বরতা চলছে। তবে বর্বরতা চালিয়ে ইসরাইল তার অনিবার্য পরিণতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না।
গত সোমবারও ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল শহরের দক্ষিণ অংশে ফিলিস্তিনিদের তিনটি বাড়ি ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।