পাকিস্তানে গ্যাস রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i112948-পাকিস্তানে_গ্যাস_রপ্তানির_ক্ষেত্রে_নিষেধাজ্ঞা_নেই_ইরান
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ‌সাইয়্যেদ মোহাম্মাদ আলী হোসেইনি বলেছেন, পাকিস্তানে গ্যাস রপ্তানির ক্ষেত্রে কোনো ধরণের নিষেধাজ্ঞা নেই। তিনি আরও বলেছেন, পাকিস্তান চাইলেই দ্রুততার সঙ্গে গ্যাস পাইপ লাইন প্রকল্প সম্পন্ন করে তাদের জ্বালানি চাহিদা পূরণ করতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৬:৫৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ মোহাম্মাদ আলী হোসেইনি
    সাইয়্যেদ মোহাম্মাদ আলী হোসেইনি

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ‌সাইয়্যেদ মোহাম্মাদ আলী হোসেইনি বলেছেন, পাকিস্তানে গ্যাস রপ্তানির ক্ষেত্রে কোনো ধরণের নিষেধাজ্ঞা নেই। তিনি আরও বলেছেন, পাকিস্তান চাইলেই দ্রুততার সঙ্গে গ্যাস পাইপ লাইন প্রকল্প সম্পন্ন করে তাদের জ্বালানি চাহিদা পূরণ করতে পারে।

পাকিস্তানের বার্তা সংস্থা এপিপি'র সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

সাইয়্যেদ মোহাম্মাদ আলী হোসেইনি বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরণের সীমাবদ্ধতা নেই এবং ইরান সব ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন, পাকিস্তানের সঙ্গে যৌথ বাণিজ্য জোরদারের লক্ষ্যে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের পাশাপাশি দুই দেশের সমুদ্র বন্দরগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।

ইরান ও পাকিস্তানের মধ্যে প্রথম থেকেই সুসম্পর্ক রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও জোরদার হয়েছে। এই দুই দেশের মধ্যে ৯০০ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।